
কলকাতা: রিয়াল মাদ্রিদ জার্সিতে একাধিকবার নজরকাড়া পারফরম্যান্স করলেও ব্রাজিলের হয়ে (Brazil) তা এখনও করতে পারেননি ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Jr)। চোটে জর্জরিত নেইমারের ফুটবল প্রায় শেষ। এখন ভিনিই হলেন সাম্বা-বাহিনীর প্রধান। বৃহস্পতিবার রাতে (ভারতীয় সময় শুক্রবার, রাত আড়াইটে) ভেনিজুয়েলার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের (World Cup Qualifying) খেলায় দেশের হয়ে নিজেকে প্রমাণ করার পালা তাঁর।
এদিকে প্যারাগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের খেলায় মাঠে নামবে লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা। এই ম্যাচ ভারতীয় সময়ানুযায়ী শুক্রবার ভোর ৫.৩০টায়। কনমেবল অর্থাৎ দক্ষিণ আমেরিকাতে শীর্ষস্থানে আছে আর্জেন্টিনা (Argentina)। ১০ ম্যাচ খেলে ২২ পয়েন্ট মেসিদের। নিজেদের মহাদেশে শীর্ষে থেকেই বিশ্বকাপের টিকিট পেতে চাইবেন তাঁরা। দেশের হয়ে কিছুদিন আগেই বলিভিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন মেসি। বয়স যাই হোক, এখনও থামার লক্ষণ দেখাচ্ছেন না তিনি।
আরও পড়ুন: ভারত-পাকিস্তান থেকে টুর্নামেন্ট আয়োজনের অধিকার কেড়ে নিক ICC: লতিফ
১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে ব্রাজিল। কোচ ডোরিভাল জুনিয়রের উপর চাপ বাড়ছিল, অক্টোবরে চিলি এবং পেরুকে হারিয়ে এখন কিছুটা স্বস্তিতে আছেন তিনি। তার উপর চোটমুক্ত ভিনিসিয়াসকে পেয়ে গিয়েছেন। বাজ ভেনিজুয়েলা এবং কয়েকদিন পর উরুগুয়ের বিরুদ্ধে জয়লাভ করতে তাঁর উপরেই ভরসা করবেন কোচ।
আর এক রিয়াল তারকা রদ্রিগো চোটের জন্য নেই। ফলে নামী সেন্টার ফরোয়ার্ড কাউকে পাচ্ছে না ব্রাজিল। আক্রমণে ভিনিসিয়াসের সঙ্গে জুটি বাঁধবেন রাফিনহা, যিনি বার্সেলোনার হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন। প্রায় প্রত্যেক ম্যাচেই গোল করছেন। প্রতিদ্বন্দ্বী ক্লাবের খেলোয়াড় ভিনিসিয়াসের সঙ্গে ব্রাজিলকে জেতানোর দায়িত্ব তাঁর কাঁধেও।