বার্বাডোজ: সুপার এইটের (Super Eight) ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বার্বাডোজে চলে এসেছে ভারতীয় দল (Team India)। ক্যারিবিয়ান দ্বীপটির মনোমুগ্ধকর সমুদ্র সৈকতে ভলিবল খেলায় মাতলেন বিরাট কোহলি (Virat Kohli), রিঙ্কু সিং (Rinku Singh), অর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। কোহলিরা যে বিচ ভলিবল দারুণ উপভোগ করেছেন তা বোঝা গেল তাঁদের এক্সপ্রেশনেই। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিসিসিআই (BCCI)।
বিনা বাধায় সুপার এইটে উঠেছে ভারত। গ্রুপ এ থেকে ভারত ছাড়াও উঠেছে আমেরিকা (USA)। শক্তিশালী পাকিস্তানকে (Pakistan) হারিয়ে সাড়া ফেলে দেওয়া দলটি স্বপ্নের টুর্নামেন্ট খেলছে। ভারতের বিরুদ্ধে হারলেও চাপ দিয়েছিল মার্কিনরা। তবে সুপার এইটে ভারতের গ্রুপে নেই তারা। দেখে নেওয়া যাক কোন দল কোন গ্রুপে পড়েছে।
আরও পড়ুন: সুপার এইট চূড়ান্ত, ভারতের খেলা কবে কোথায়
📍 Barbados
Unwinding at the beach 🌊, the #TeamIndia way! #T20WorldCup pic.twitter.com/4GGHh0tAqg
— BCCI (@BCCI) June 17, 2024
গ্রুপ ১: আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত
গ্রুপ ২: ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ
সুপার এইটে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান (Afghanistan), বাংলাদেশ (Bangladesh) এবং অস্ট্রেলিয়া (Australia)। প্রথম ম্যাচ আফগানদের বিরুদ্ধে ২০ জুন (বৃহস্পতিবার)। এরপর ২২ জুন বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন রোহিত শর্মারা (Rohit Sharma)। সুপার এইটের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি, খেলা ২৪ তারিখ। এই চার দলের মধ্যে শীর্ষে থাকা দুই দল সেমিফাইনালে যাবে।
দেখুন অন্য খবর: