কানপুর: কানপুর টেস্টের (Kanpur Test) চতুর্থ দিনটা ছিল রেকর্ডময়। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ৫০, দ্রুততম ১০০, দ্রুততম ১৫০, দ্রুততম ২০০ এমনকী দ্রুততম ২৫০ করেছে ভারত। যে বাজবল নিয়ে ইংল্যান্ডের এত গর্ব, তারাও এই রেকর্ড করেনি। দলগতভাবে ভারত যেমন নজির গড়েছে, ব্যক্তিগত মাইলস্টোন ছুঁয়েছেন বিরাট কোহলিও (Virat Kohli)। আরও একটি রেকর্ডে শচীন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) টপকে গেলেন তিনি। বিরাটকে অভিনন্দন জানালেন বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ (Jay Shah)।
সোমবার ৪৭ রান করে আউট হয়েছেন কোহলি। তার মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ২৭,০০০ রান পূর্ণ করেছেন তিনি। দ্রুততম ক্রিকেটার হিসেবে এই রেকর্ড করলেন কোহলি, তাঁর আগে দ্রুততম ২৭,০০০ রান করেছিলেন শচীন। মাস্টার ব্লাস্টার এই মাইলস্টোন স্পর্শ করেছেন ৬২৩ ইনিংসে। বিরাট সেই কাজ করলেন ৫৯৪ ইনিংসে।
আরও পড়ুন: মঙ্গলের সকালেই ম্যাচের ভাগ্য, তৈরি অশ্বিনরা
Another towering milestone in the illustrious career of Virat Kohli as he crosses 27,000 international runs! Your passion, consistency, and hunger to excel are inspiring to the cricketing world. Congratulations @imVkohli, the journey continues to inspire millions! 🇮🇳
— Jay Shah (@JayShah) September 30, 2024
বিরাটের এই কীর্তিতে সোশ্যাল মিডিয়ায় জয় শাহ লেখেন, দুর্দান্ত কেরিয়ারে আরও এক বিরাট মাইলস্টোন, ২৭,০০০ আন্তর্জাতিক রান পূর্ণ করলেন বিরাট কোহলি। ভালো খেলতে আপনার প্যাশন, ধারাবাহিকতা এবং খিদে সবার জন্যই অনুপ্রেরণাদায়ক। অভিনন্দন, আপনার জার্নি লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা দিয়ে যাবে।
প্রসঙ্গত, এদিন মাইলফলক স্পর্শ করেছেন রবীন্দ্র জাদেজাও। টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের অধিকারী হলেন তিনি। দ্বিতীয় দ্রুততম হিসেবে টেস্টে ৩০০০ রান এবং ৩০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন।