Friday, July 18, 2025
HomeScrollশুভমানের রেকর্ড ভাঙা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন কোহলি?
Virat Kohli

শুভমানের রেকর্ড ভাঙা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন কোহলি?

চার নম্বরে বিরাটের যোগ্য উত্তরসূরি হয়ে উঠেছেন গিল!

Follow Us :

ওয়েব ডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে বিরাটের অবসরের পরেই নতুনভাবে জ্বলে উঠেছে শুভমানের (Shubman Gill) ব্যাট। রোহিত পরবর্তী জমানায় ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি হাঁকাচ্ছেন গিল। ‘কিং’ কোহলির (Virat Kohli) পর ব্যাটিং লাইনআপের চার নম্বরে নিজের স্থান পাকা করে ফেলেছেন টিম ইন্ডিয়ার ‘প্রিন্স’। অনেকেই তো এটাও বলছেন, বিরাটের যোগ্য উত্তরসূরি পেয়েছে ভারতীয় টেস্ট দল। সেটা অনেকাংশেই ঠিক। তা না হলে খোদ কোহলি অন্তত সোশ্যাল মিডিয়ায় গিলের প্রশংসায় পঞ্চমুখ হতেন না।

অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির (Anderson-Tendulkar Trophy) প্রথম টেস্টে হেডিংলেতে দুর্দান্ত শতরান হাঁকান গিল। পরে এজবাস্টনে (Edgbaston Test) আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন ভারতীয় অধিনায়ক। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ২৬৯ রানের ঐতিহাসিক ইনিংস এবং দ্বিতীয় ইনিংসে ঝড়ের গতিতে করেন ১৬১ রান। এই টেস্টে মোট ৪৩০ রান করে তিনি বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিতে চলেছেন।

আরও পড়ুন: বর্ডার, গাভাসকরকে টপকে এজবাস্টনে ইতিহাস লিখলেন শুভমান

ইংল্যান্ডের মাটিতে শুভমানের এই ঐতিহাসিক ব্যাটিং এবং সেই সঙ্গে ক্যাপ্টেন হিসেবে ভারতীয় টেস্ট দলকে ঘুরে দাঁড় করানোর জন্য শুভমনকে অভিনন্দন জানিয়েছেন বিরাট। সাদা বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রথমবারের জন্য নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি স্টোরি শেয়ার করেন তিনি। সেখানে শুভমানের ছবি দিয়ে কোহলি লেখেন, “দুর্দান্ত খেলেছ স্টারবয়। এ যেন ইতিহাসেরই পুনর্লিখন। আরও উপরের দিকে এগিয়ে চলো। তুমি এই সবকিছুর যোগ্য।”

প্রসঙ্গত, বিশ্ব ক্রিকেটে শুভমানই হলেন প্রথম ব্যাটার, যিনি এক টেস্টে একটি দ্বিশতরান এবং অন্য ইনিংসে ১৫০-এর বেশি রান করলেন। এর আগে একমাত্র অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার ১৯৮০ সালে পাকিস্তানের বিরুদ্ধে এক টেস্টে দুই ইনিংসে ১৫০-র বেশি রান করেছিলেন।

দেখুন আরও খবর: 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39