skip to content
Wednesday, November 13, 2024
HomeScrollআরসিবির নেতৃত্বে ফিরছেন বিরাট কোহলি!
IPL 2025

আরসিবির নেতৃত্বে ফিরছেন বিরাট কোহলি!

টানা ন’টি মরসুম আরসিবিকে নেতৃত্ব দেওয়ার পর ২০২১ সালে সরে দাঁড়ান কোহলি

Follow Us :

কলকাতা: আগামিকাল অর্থাৎ ৩১ অক্টোবরের মধ্যে আইপিএলের (IPL) প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে ‘রিটেনশন লিস্ট’ জানিয়ে দিতে হবে। আগের মরসুমের কোন ছয় খেলোয়াড়কে তাঁরা দলে রেখে দিচ্ছে তার খতিয়ান থাকবে ওই লিস্টে। আইপিএলে অংশগ্রহণকারী শয়ে শয়ে খেলোয়াড়দের ক্ষেত্রে যাই হোক না কেন, বিরাট কোহলি (Virat Kohli) যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেই (RCB) থাকবেন তা ১০০ শতাংশ নিশ্চিত। শোনা যাচ্ছে, তাঁকে অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়া হবে।

টানা ন’টি মরসুম আরসিবিকে নেতৃত্ব দেওয়ার পর ২০২১ সালে সরে দাঁড়ান কোহলি। এর মধ্যে ২০১৬ সালে দলকে ফাইনালে তোলেন। ২০২১-এর পর বেঙ্গালুরুর অধিনায়কত্ব করেন ফাফ ডু প্লেসি (Faf du Plessis)। তবে ২০২৫-এ ফের কোহলি কাঁধে দায়িত্ব তুলে দেওয়া হবে বলে খবর।

আরও পড়ুন: ম্যান ইউয়ের পরবর্তী কোচ কে? চলছে তুমুল জল্পনা

এ বছর প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে ছয় খেলোয়াড় রেখে বাকিদের নিলামের জন্য ছেড়ে দিতে হবে। ডু প্লেসিকে নিয়ে সে কারণেই ধন্দ তৈরি হয়েছে। ৪০ বছর বয়সি প্রোটিয়া ব্যাটারকে হয় বহু অর্থ দিয়ে ধরে রাখতে হবে অথবা নিলামে একজন অধিনায়কের খোঁজ করতে হবে, সেক্ষেত্রেও মোটা খরচের ধাক্কা। বরং সহজ সমাধান কোহলিকে অধিনায়ক করা।

আগের দুই মরসুমে ডু প্লেসির অনুপস্থিতিতে টুকটাক নেতৃত্ব দিয়েছেন ভারতের তারকা ব্যাটার। ২০২৪ আইপিএলে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন, জিতেছিলেন অরেঞ্জ ক্যাপ ফলে তাঁর আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। সবমিলিয়ে আইপিএলে কোহলিজে আরও এক মরসুমে টস করতে দেখতে পারে তাঁর অগণিত ভক্তকুল।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular