কলকাতা: বাংলাদেশের (Bangladesh) ক্রিকেট নিয়ে বীরেন্দ্র সেওয়াগকে (Virender Sehwag) খুব একটা প্রশংসা করতে দেখা যায় না। বরং সাকিব আল হাসানদের (Shakib Al Hasan) কড়া সমালোচক তিনি, মাঝেমধ্যে ট্রোল করতেও ছাড়েন না। রবিবার ভারতের (India) কাছে ৫০ রানে হারের পর টাইগারদের ফের একহাত নিয়েছেন বীরু। বাংলাদেশকে নিয়ে এত মাতামাতিই বা কেন, তাঁর মাথায় ঢুকছে না।
রবিবার একপেশে ম্যাচের পর সেওয়াগ বলেন, “ওরা (বাংলাদেশ) আমাদের দিনটা নষ্ট করল। অনেকক্ষণ ধরে ম্যাচ চলল। ওরা যদি প্রথমে ব্যাট করত, ওরকমই স্কোর (১৪৬) খাড়া করত। ভারত সেই রান দ্রুত তাড়া করে ফেলত আর আমরাও তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারতাম। শেষ পর্যন্ত বাংলাদেশই তো, আমি জানি না ওদের নিয়ে মাতামাতি কেন হয়।”
আরও পড়ুন: ভারতকে হারাতে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়ার অধিনায়ক
কিছুদিন আগেই সেওয়াগ বলেছিলেন, সাকিবের অবসরের কথা বিবেচনা করা উচিত। তা নিয়ে একপ্রস্থ বিতর্ক হয়। এদিন ফের বাংলাদেশি অলরাউন্ডারের সমালোচনা করেন নজফগড়ের নবাব। তিনি বলেন, “আজ সাকিবের খেলার দিন ছিল। ও আজ বড় দলের বিরুদ্ধে খেলছিল। ক্রিজে ওর সঙ্গে শান্ত ছিল, তাঁকে সহায়তা করা উচিত ছিল। অন্তত ১৫-১৬ ওভার পর্যন্ত থাকা উচিত ছিল। কিন্তু হতাশ করল, এত অভিজ্ঞতা রয়েছে তা কাজে লাগাল না।
দেখুন অন্য খবর: