বেঙ্গালুরু: ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (National Cricket Academy) দায়িত্বে থেকে গেলেন ভি ভি এস লক্ষ্মণ (VVS Laxman)। আরও অন্তত এক বছর এনসিএ-র দায়িত্ব সামলাবেন তিনি। ২০২১ সাল থেকে এ বছরের সেপ্টেম্বর অর্থাৎ তিন বছরের চুক্তি ছিল প্রাক্তন ভারতীয় ব্যাটারের। তার মেয়াদ শেষ হওয়ার আগেই হল চুক্তি নবীকরণ।
লক্ষ্মণ এই দায়িত্বে থাকতে পারবেন কি না তা নিয়ে বড়সড় ধন্দ ছিল। কারণ জল্পনা উঠেছিল, কোনও এক আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজির তাঁকে কোচ বা মেন্টর হিসেবে নিতে পারে। সেক্ষেত্রে বিসিসিআইয়ের (BCCI) কোনও পদে থাকা সম্ভব হত না। তবে এনসিএ-র দায়িত্বকেই শিরোধার্য করলেন ‘ভেরি ভেরি স্পেশ্যাল’, অর্থাৎ আইপিএল ২০২৫-এ কোনও ফ্র্যাঞ্চাইজির কোনও দায়িত্বেই থাকবেন না তিনি।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে অলিম্পিয়ানদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
লক্ষ্মণের সহকারী হিসেবে উঠে আসছে ঘরোয়া ক্রিকেটের তিনি বড় নাম। সাইরাজ বাহুতুলে, হৃষিকেশ কানিতকর এবং সীতাংশু কোটাক। প্রসঙ্গত, রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে এনসিএ-তে (NCA) ইঞ্জুরি ম্যানেজমেন্ট, প্লেয়ার রিহ্যাব এবং কোচিং প্রোগ্রামের দায়িত্ব নিয়েছিলেন লক্ষ্মণ। তাঁর আমলেই জাতীয় অ্যাকাডেমিতে রিহ্যাব করে সুস্থ হয়েছিলেন ঋষভ পন্থ, জসপ্রীত বুমরারা।
ভারতের সর্বকালের অন্যতম সেরা টেস্ট ব্যাটার হিসেবে পরিচিত লক্ষ্মণ। ১৩৪টি ম্যাচে ১৭টি শতরান সহ প্রায় ৪৬ গড়ে ৮৭৮১ রান করেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০১ সালে ইডেন গার্ডেন্সে তাঁর ২৮১ রানের ইনিংস ভারতীয় ক্রিকেটের লোকগাথার অংশ। সেই ইনিংসে পার্টনার হিসেবে পাশে পেয়েছিলেন দ্রাবিড়কে।