মুম্বই: আবার বিশ্বকাপ সেমিফাইনাল আবার ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২০১৯ সালে ওল্ড ট্রাফোর্ডের (Old Trafford) মাঠের সেই দৃশ্য ভোলা যাবে না। রান আউট হয়ে ফিরে যাচ্ছেন এম এস ধোনি (MS Dhoni), তাঁর সঙ্গে মাঠ ছাড়ছে ভারতের জয়ের আশা। ১৮ রানে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে। চার বছর পরেই এসে গিয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) দলের কাছে প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ। ১৪০ কোটি ভারতবাসীর সমর্থন রয়েছে দলের সঙ্গে।
ওল্ড ট্রাফোর্ডের সেই ম্যাচ বৃষ্টির কারণে দুই দিন ধরে হয়েছিল। আজ মুম্বইতেও (Mumbai) কি বৃষ্টি হবে? আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সামান্য কুয়াশাচ্ছন্ন এবং উষ্ণ আবহাওয়া থাকবে মুম্বই শহরে। দিনের বেলায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৩০ শতাংশ থাকার কথা। ম্যাচের প্রথমার্ধে ১৫ শতাংশ শিশির পড়তে পারে, রাতেও ১৮ শতাংশের মধ্যে থাকবে। অর্থাৎ শিশির ম্যাচে সেভাবে প্রভাব ফেলবে না।
আরও পড়ুন: শ্রীলঙ্কান ক্রিকেট ধ্বংস করছেন জয় শাহ: রণতুঙ্গা
দ্বিতীয়ার্ধে তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে তবে আর্দ্রতা ৩০ শতাংশ থেকে বেড়ে ৪৬ শতাংশ হতে পারে। দ্বিতীয়ার্ধেও বৃষ্টির সম্ভাবনা নেই। প্রথম দিকে যাও বা সামান্য মেঘের আনাগোনা দেখা যাবে রাতে তাও পরিষ্কার হয়ে যাবে। ফলে বিনা বাধায় ম্যাচ উপভোগ করবেন দর্শকরা।
ভারতীয় দলের দলের প্রত্যেকে ফর্মের শিখরে আছেন। সেই কারণেই প্রথম একাদশে কোনও বদল হওয়ার সম্ভাবনা নেই। নেদারল্যান্ডসের বিরুদ্ধে মনে হয়েছিল দু’ একজনকে বিশ্রাম দেওয়া হবে। টিম ম্যানেজমেন্ট উইনিং কম্বিনেশন ভাঙতে চায়নি। সেমিফাইনালে তো বদলের কোনও সম্ভাবনাই নেই। এক যদি না শেষ মুহূর্তে কারও চোট-আঘাত লেগে যায়।