কলকাতা: ২০২৩ ওডিআই (ODI World Cup 2023) বিশ্বকাপে অপরাজিত থেকে ফাইনালে উঠে হারতে হয়েছিল ভারতকে। সেই ব্যর্থতা ভুলিয়ে দিয়েছে ২০২৪-এর টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) জয়। দুই বিশ্বকাপেই টিম ইন্ডিয়ার হেড কোচ ছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তাঁর কোন মন্ত্রে হারের হতাশা থেকে জয়োল্লাসে মাতল দল? তা নিয়েই এতদিন পর মুখ খুললেন তিনি।
দ্রাবিড় জানিয়েছেন, আলাদা কিছুই করেননি তিনি, তাঁর দলও আলাদা কোনও করেনি। ওডিআই বিশ্বকাপের মতো একই দৃষ্টিভঙ্গি ছিল টি২০ বিশ্বকাপেও। প্রাক্তন হেড কোচ বলেন, “সত্যি বলতে, আমি আলাদা কিছু করতে চাইনি। আমার মনে হয়, ওডিআই বিশ্বকাপে দারুণ অভিযান করেছিলাম, রোহিত এবং গোটা দল দারুণ অভিযান করেছিল। প্রস্তুতি, পরিকল্পনা, প্রয়োগের এর থেকে বেশি কিছু করতে পারতাম না।”
আরও পড়ুন: বিনেশকে সোনার পদক দেবে হরিয়ানার খাপ পঞ্চায়েত
টি২০ বিশ্বকাপের সাফল্য নিয়ে দ্রাবিড় বলেন, “আমি কিছু বদলাতে চাইনি। যদি মনে হয় আমরা একসঙ্গে বসে এ নিয়ে আলোচনা করে থাকি তাহলে সবাই যা বলেছে তা হল, যা আগে করেছি, এবারও ঠিক তাই করব। সেই একই এনার্জি, একই ভাইব এবং দলের মধ্যে একই পরিবেশ হবে এবং আশা করব ম্যাচের দিন যেন ভাগ্য একটু সহায় হয়।” বলাই বাহুল্য, ভাগ্য সহায় তো ছিলই, রোহিত শর্মার দলের পারফরম্যান্স তাদের বিশ্বজয়ী করেছে।
দেখুন অন্য খবর: