কলকাতা: আর ছ’ মাস পরেই টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। সেই টুর্নামেন্টে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) খেলবেন কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বিসিসিআই (BCCI) এখনও এ নিয়ে কোনও সিদ্ধান্ত ঘোষণা করেনি। প্রাক্তন অফস্পিনার হরভজন সিং (Harbhajan Singh) বলছেন, দুই সিনিয়র ক্রিকেটারের সঙ্গে আলোচনা করা উচিত ভারতীয় বোর্ডের। একই সঙ্গে তিনি তরুণদের সুযোগ দেওয়ার পক্ষপাতী। সূর্যকুমার যাদবের (Surya Kumar Yadav) নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তরুণ দল যে পারফরম্যান্স দিয়েছেন তার প্রশংসা করেছেন ভাজ্জি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে হরভজন বলেন, “সূর্যকুমারের দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অসাধারণ খেলেছে। আমি বিশ্বাস করি, এখন আমাদের ভবিষ্যতের কথা ভাবা উচিত। বিরাট কোহলি আর রোহিত শর্মা বড় নাম, তাঁদের সঙ্গে আলোচনা হওয়া উচিত। যদি আমরা এখন তরুণ প্রতিভাদের খেলাই তাহলে টি২০ বিশ্বকাপের জন্য তারা তৈরি থাকতে পারে। তবে বিরাট এবং রোহিত তাঁদের টি২০ ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন তা জানার জন্য ওঁদের সঙ্গে কথা বলা দরকার। বিসিসিআই চেয়ারম্যান এবং নির্বাচকদের এই কাজটা করতে হবে।”
আরও পড়ুন: ৩৯-এও সুপারম্যান! অবিশ্বাস্য ক্যাচ ধরলেন ঋদ্ধি
বিশ্বকাপের আগে খুব বেশি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলার সুযোগ কিন্তু ভারতের নেই। কারণ দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ এবং তিন ম্যাচের একদিনের সিরিজ খেলার পর টেস্ট ক্রিকেটের সূচি রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি টেস্ট খেলার পরে ঘরের মাঠে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে পাঁচটি টেস্ট ম্যাচ খেলবেন রোহিতরা। আন্তর্জাতিক টি২০ ম্যাচ কম থাকায় বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে আইপিএল-এর পারফরম্যান্স অনেকটাই প্রভাব ফেলবে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের কোনও সিরিজই খেলছেন না বিরাট-রোহিত। তাঁরা বিসিসিআইয়ের কাছে ছুটি চেয়েছেন। দুজনেই ফিরবেন টেস্ট সিরিজে। একদিকে নির্বাচক থেকে কোচ, সবাই চাইছেন রোহিতই বিশ্বকাপে অধিনায়কত্ব করুন। আবার এটাও ঠিক, ২০২২ টি২০ বিশ্বকাপের পর ক্ষুদ্রতম ফর্ম্যাটে একটাও ম্যাচ খেলেননি এই দু’জন। ফলে সবটা নিয়ে রয়ে গিয়েছে প্রশ্নচিহ্ন।