কলকাতা: ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। এ বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) হয়ে যথেষ্ট ভালো ফর্মে ছিলেন তিনি। ফিনিশারের ভূমিকায় তাঁর খেলা দেখে টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) দলে নেওয়ার দাবিও উঠেছিল। অথচ অবসর নিয়ে ফেললেন তিনি। কিন্তু কেন? আইপিএল (IPL) খেলার দখল কি তাঁর শরীর আর নিতে পারছে না? একেবারেই না। কার্তিক জানিয়েছেন, তাঁর এখন যা ফিটনেস তাতে আরও তিন বছর অনায়াসে খেলতে পারেন। তাহলে কেন অবসর?
দক্ষিণী উইকেটকিপার-ব্যাটার বলছেন, “আমার মনে হয় আমি আরও তিন বছর খেলার মতো শারীরিকভাবে ফিট। বিশেষ করে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের জন্য বিষয়টা আরও সহজ হয়েছে। খুব সহজেই আরও একটা বৃত্ত সম্পূর্ণ করতে পারি। শপথ করে বলতে পারি, তিন দশকের ক্রিকেট কেরিয়ারে চোটের জন্য কোনও ম্যাচ মিস করিনি। এটা আমার এক আশীর্বাদ। শরীর কিংবা ফিটনেস নিয়ে আমি কোনওদিনও আশঙ্কা করিনি। বিষয়টা আসলে মানসিক। আমি কি টুর্নামেন্টে নিজেকে আরও পুশ করতে পারব? যদি বেশি ম্যাচে সুযোগ না পাই তাহলে কি আমার কেমন লাগবে?”
আরও পড়ুন: কাপ ফাইনালে হেরে কেঁদে ভাসালেন রোনাল্ডো
কার্তিক জানিয়েছেন, জাতীয় দলে সুযোগ পাওয়া তাঁর পক্ষে খুবই কঠিন, এই বিষয়টাও অবসরের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। তিনি বলেন, “আমি যা করি সবসময় তার জন্য ১০০ শতাংশ দিই। আমার মনে হয়েছে, এর পর থেকে এক্স সংখ্যার ম্যাচ খেলা আমার পক্ষে কঠিন হবে। যদি সামান্য বিচ্যূত হই, বাইরের লোক হয়তো জানবে না, কিন্তু ভিতর থেকে আমি নিজেকে দোষী মনে করব। সেটা আমি চাই না। সমস্ত কিছু চিন্তা করে মনে হল, এটাই অবসরের সঠিক সময়। সবথেকে গুরুত্বপূর্ণ, আমি যা-ই করি না কেন, ভারতের হয়ে খেলতে পারব না তা স্পষ্ট। কফিনে শেষ পেরেক পুঁতেছে এই বিষয়টাই।”
দেখুন অন্য খবর: