কলকাতা: ক্রিকেট (Cricket) আর আগের মতো নেই। টেস্টে মন্থর ব্যাটিং, বিরক্তিকর ড্র এখন আর হয় না। এখন তো ওভারে পাঁচ রান হামেশাই দেখা যাচ্ছে। চর্চায় এসেছে বাজবল (Bazball)। বেন ডাকেট, যশস্বী জয়সওয়ালরা লাল বলেই টি২০ খেলছেন। প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) কিন্তু ক্রিকেটের এই বিবর্তনে খুশি। তিনি আক্রমণাত্মক ব্যাটিংকে সমর্থনই করছেন।
গোয়ায় এক প্রোমোশনাল ইভেন্টে ধোনি বলেন, “ক্রিকেটকে আপনি যে কোনও নাম দিতে পারেন, আমরা যা দেখছি তা হল ক্রিকেট বিবর্তিত হয়েছে। খেলা হচ্ছে অন্যভাবে। আগে ওডিআইতে যে রান নিরাপদ মনে করা হত এখন টি২০-তে তা নিরাপদ নয়।”
আরও পড়ুন: গোল মিসের বন্যা, ফের হার ম্যান ইউয়ের
ইংল্যান্ডের বাজবল নিয়ে বহু আলোচনা হয়েছে। বাজবল নিয়ে ধোনির কোনও সমস্যা নেই। তিনি বলেন, “কোনও কিছুকে নতুন নাম দিলে তা আরও বেশি চিত্তাকর্ষক হয়ে ওঠে। কারণ তা নিয়ে চর্চা চলে, তার সঙ্গে মানুষ সম্পর্ক স্থাপন করতে পারে। তবে দিনের শেষে সেটা কী? ক্রিকেট খেলার একটা ধরন। কেউ কেউ আক্রমণাত্মক ক্রিকেটে খেলতে চায়, কেউ কেউ চিরাচরিত ক্রিকেট খেলতে চায়। এর বেশিটাই নির্ভর করে দল কেমন তার উপরে।”
দেখুন অন্য খবর: