
কলকাতা: বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) মাঝপথে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। আজকের পর থেকে তাঁকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না, কারণ একইসঙ্গে তিন ধরনের ক্রিকেট থেকেই বিদায় নিয়েছেন তিনি। ৩৮ বছরের অশ্বিন জানালেন, এখনও তাঁর মধ্যে ‘পাঞ্চ’ আছে, কিন্তু তা ক্লাব ক্রিকেটের জন্য বাঁচিয়ে রাখছেন।
ব্রিসবেন টেস্ট ড্র হওয়ার পর অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে সাংবাদিক বৈঠকে আসেন অশ্বিন। তখনও বোঝা যায়নি, এত বড় সিদ্ধান্তের কথা জানাবেন। অফস্পিনার বলেন, “আমি বেশি সময় নেব না, আজ ভারতীয় ক্রিকেটার হিসেবে আমার শেষ দিন… আমার মধ্যে এখনও কিছুটা পাঞ্চ বাকি আছে, তবে তা আমি ক্লাব ক্রিকেটে দেখাতে চাই।”
আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা রবিচন্দ্রন অশ্বিনের
?️ “I’ve had a lot of fun and created a lot of memories.”
All-rounder R Ashwin reflects after bringing the curtain down on a glorious career ??#TeamIndia | #ThankYouAshwin | @ashwinravi99 pic.twitter.com/dguzbaousg
— BCCI (@BCCI) December 18, 2024
অশ্বিন আরও বলেন, “দেশের হয়ে খেলে দারুণ আনন্দ করেছি এবং অবশ্যই বলব যে রোহিত এবং অন্য টিমমেটদের সঙ্গে প্রচুর স্মৃতি তৈরি করেছি। ড্রেসিংরুমে আমরাই শেষ ওজি’স (ওরিজিনাল গ্যাংস্টার)। আমার অনেককে ধন্যবাদ জানানোর রয়েছে, বিসিসিআই (BCCI), আমার সহ খেলোয়াড়, সমস্ত কোচ।” এরপর রোহিত বললেন, “সিদ্ধান্ত নিয়ে পুরোপুরি নিশ্চিত ছিল অশ্বিন, আমাদের উচিত সেই সিদ্ধান্তের পাশে দাঁড়ানো।”
প্রসঙ্গত, অনিল কুম্বলের (৬১৯) পরে ভারতের হয়ে টেস্টে সবথেকে বেশি উইকেট নিয়েছেন (৫৩৭) অশ্বিন। ঘরের মাঠে ভারতের এক নম্বর অস্ত্র তিনিই। তবে বিদেশে (অস্ট্রেলিয়া, দঃ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড) অগ্রাধিকার পাচ্ছিলেন রবীন্দ্র জাদেজা। এবারের অস্ট্রেলিয়া সফরে পার্থে প্রথম টেস্টে জায়গা পাননি অশ্বিন। অ্যাডিলেডে গোলাপি বল টেস্টে খেলে এক উইকেট নেন। তারপর ব্রিসবেনে আবার বাদ পড়েছিলেন।
দেখুন অন্য খবর: