কলকাতা: ২০০৩ এবং ২০২৩। মাঝখানে ঠিক ২০টা বছর। বিশ্বকাপের ফাইনালে ফের মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ২৩ মার্চের সেই রাতে স্বপ্ন সফল হয়নি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ভারতের। রিকি পন্টিংয়ের (Ricky Ponting) দুর্দমনীয় অস্ট্রেলিয়া ১২৫ রানে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার কিন্তু ছবি একেবারে উল্টো। দুর্দমনীয়, অপ্রতিরোধ্য রোহিত শর্মার (Rohit Sharma) ভারত। ২০ বছর আগের হারের বদলা কি নিতে পারবে এই ভারত?
এই প্রসঙ্গে কথা বললেন স্বয়ং সৌরভ। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে (South Africa) হারিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের পর ইডেনের ঠিক বাইরেই সংবাদমাধ্যমকে তিনি বলেন, “রোহিতদের জন্য শুভকামনা রইল। ওরা দারুণ খেলছে। তবে ফাইনাল ফাইনালই হয়। যে রকম পারফর্ম করছে সেটা ধরে রাখলে ভারতকে আটকানো মুশকিল।”
আরও পড়ুন: রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ফাইনালে অস্ট্রেলিয়া
And then there were two 🇮🇳 🇦🇺
Presenting the #CWC23 finalists 🤩 pic.twitter.com/2FZmIXb3TG
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 16, 2023
কথাপ্রসঙ্গে এসেই পড়ল ২০০৩ এবং ২০২৩। একগাল হাসি নিয়ে সৌরভ বললেন, “দুই ক্ষেত্রেই কমন বিষয় হল দুটোতেই তিন আছে, একটা ২০০৩ এবং আর একটা ২০২৩।” তিনি আরও বলেন, “ফাইনালে ভালো খেলা হবে। বিশ্বকাপ ফাইনাল বিশ্বকাপ ফাইনালই হয়।”
সৌরভের ভারতের সঙ্গে রোহিতের ভারতের তফাত বোলিংয়ে। ২০০৩ সালের সেই দলে ব্যাটিং প্রতিভার ছড়াছড়ি ছিল। রোহিতের দলে ভালো ব্যাটারের সঙ্গে রয়েছে সম্ভবত বিশ্বের সেরা বোলিং আক্রমণ। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) চোট পাওয়ায় ছ’ নম্বর বোলার নেই। পাঁচজনেই কাজ চলে যাচ্ছে। বিশেষ করে মহম্মদ শামি (Mohammad Shami) এবং জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) মোকাবিলা করার মতো ব্যাটার খুঁজে পাওয়া যাচ্ছে না। এই রকম মারকাটারি দলের বিরুদ্ধে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) প্যাট কামিন্সের (Pat Cummins) অস্ট্রেলিয়া কী করতে পারে সেটাই দেখার।