কলকাতা: রাত পোহালেই ব্রিসবেন টেস্ট (Brisbane Test)। মাঝ-ডিসেম্বরের শীতের আমেজ মাখা ভারতের মানুষ উত্তাপের আঁচ পোহাবে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথে। বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) এখন ইকুইলিব্রিয়াম মানে ভারসাম্যে দাঁড়িয়ে আছে, ১-১। ব্রিসবেনে যে জিতবে সিরিজে মানসিকভাবে তারা অনেকটা এগিয়ে যাবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সমীকরণ তো আছেই।
অস্ট্রেলিয়া ইতিমধ্যেই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে। অ্যাডিলেডে গোলাপি বলে ভালো বোলিং করলেও বাদ পড়তে হয়েছে স্কট বোল্যান্ডকে (Scott Boland)। দলে ফিরে এসেছেন জশ হ্যাজলউড (Josh Hazlewood)। বাকি একাদশে আর কোনও পরিবর্তন হয়নি যেটা স্বাভাবিক। চোট না থাকলে উইনিং কম্বিনেশন কেউ ভাঙতে চায় না। তবে ভারতের একাদশে কিছু পরিবর্তন দেখা যেতে পারে।
আরও পড়ুন: কষ্ট করে জিতল ম্যান ইউ, ড্র টটেনহ্যামের
🗣️ We’ve won the last two times in Australia and also in India: Shubman Gill #TeamIndia | #AUSvIND | @ShubmanGill pic.twitter.com/c3ootcBLJ3
— BCCI (@BCCI) December 13, 2024
ব্যাটিং বিভাগ নিয়ে নাড়াঘাঁটা করতে চাইবেন না গৌতম গম্ভীর (Gautam Gambhir)। অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) যতই অফ ফর্মে থাকুক, তাঁকে বসানো অলীক কল্পনা। বদল হবে বোলিং বিভাগে। হর্ষিত রানার জায়গায় আকাশ দীপ খেলবেন এ মোটামুটি নিশ্চিত। অ্যাডিলেডে সাদামাটা পারফরম্যান্স করেছিলেন কেকেআরের পেসার। তবে পার্থে নজর কেড়েছিলেন তিনি।
স্পিন বিভাগ নিয়ে ধোঁয়াশা আছে। গোলাপি বলের টেস্টে খেলা রবিচন্দ্রন অশ্বিন বাদ যাবেন বলে খবর। তাঁর জায়গায় ওয়াশিংটনকে ফেরানো হবে নাকি রবীন্দ্র জাদেজাকে খেলানো হবে সেটাই বড় প্রশ্ন। এখন পর্যন্ত জাদেজার দিকে পাল্লা ভারী, কারণ তিনি সুন্দরের থেকে ভালো ব্যাটার। তবে অজি ব্যাটিং লাইন আপে বাঁ-হাতি ব্যাটারদের কথা ভেবে সুন্দরকে আর একটা সুযোগ দেওয়া হতে পারে।
ব্রিসবেনে ভারতের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, রোহিত শর্মা, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ।