মুম্বই: তৃতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে আজ নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামছে ভারত (India)। রোহিত শর্মাদের (Rohit Sharma) সামনে এক ঢিলে দুই পাখি মারার সুযোগ। এক, ফাইনালে ওঠা এবং দুই ২০১৯ সেমিফাইনালের বদলা নেওয়া। সেবার ইংল্যান্ডের ওল্ড ট্রাফোর্ডে (Old Trafford) খেলা হয়েছিল। এবার বিদেশ বিভুঁই নয়, ঘরের মাঠ, তাও যেখানে শেষবার কাপ এসেছিল। বাণিজ্য নগরীর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের জয় দেখার অপেক্ষায় ১৪০ কোটি দেশবাসী।
ওল্ড ট্রাফোর্ডের সেই ম্যাচ বৃষ্টির কারণে দুই দিন ধরে হয়েছিল। আজ মুম্বইতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সামান্য কুয়াশাচ্ছন্ন এবং উষ্ণ আবহাওয়া থাকবে মুম্বই (Mumbai) শহরে। দিনের বেলায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৩০ শতাংশ থাকার কথা। ম্যাচের প্রথমার্ধে ১৫ শতাংশ শিশির পড়তে পারে, রাতেও ১৮ শতাংশের মধ্যে থাকবে। অর্থাৎ শিশির ম্যাচে সেভাবে প্রভাব ফেলবে না। সবমিলিয়ে পুরো ম্যাচের মজা নেবে দর্শককুল।
আরও পড়ুন: শ্রীলঙ্কান ক্রিকেট ধ্বংস করছেন জয় শাহ: রণতুঙ্গা
যাঁরা স্টেডিয়ামে বসে খেলা দেখবেন তাঁদের মজার সীমা নেই। তবে নিজের ঘরে বসে দেখার আনন্দও কম নয়। টিভিতে দেখতে হলে আপনার স্টার স্পোর্টস নেটওয়ার্ক (Star Sports) থাকতে হবে। যদি না থাকে এক্ষুনি কেবল অপারেটরকে দিয়ে ব্যবস্থা করান। সেমিফাইনাল বলে কথা!। বাড়ির বাইরে থাকলে সম্বল স্মার্টফোন। ফোনে থাকতে ডিজনি হটস্টার (Disney Hotstar) অ্যাপ সঙ্গে ইন্টারনেট কানেকশন যা এখন সবার কাছেই থাকে। হটস্টার যেহেতু বিশ্বকাপটা ফ্রি-স্ট্রিমিংয়ের ব্যবস্থা করেছে তাই সাবক্রিপশনের বালাই নেই। আজ টস হবে দুপুর দেড়টায় এবং তার আধঘণ্টা প্রেই খেলা শুরু।
ভারতীয় দলের দলের প্রত্যেকে ফর্মের শিখরে আছেন। সেই কারণেই প্রথম একাদশে কোনও বদল হওয়ার সম্ভাবনা নেই। নেদারল্যান্ডসের বিরুদ্ধে মনে হয়েছিল দু’ একজনকে বিশ্রাম দেওয়া হবে। টিম ম্যানেজমেন্ট উইনিং কম্বিনেশন ভাঙতে চায়নি। সেমিফাইনালে তো বদলের কোনও সম্ভাবনাই নেই। এক যদি না শেষ মুহূর্তে কারও চোট-আঘাত লেগে যায়।