কলকাতা: রইল বাকি আট। উয়েফা ইউরো কাপে (UEFA EURO 2024) টিকে আছে আর মাত্র আটটি দল। কোয়ার্টার ফাইনালের (Quarter Finals) চারটি ম্যাচ খেলা হবে আগামী শুক্র (৫ জুলাই) ও শনিবার (৬ জুলাই)। যে আটটি দল উঠেছে তারা হল— জার্মানি, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, সুইৎজারল্যান্ড, ইংল্যান্ড, নেদারল্যান্ডস এবং তুরস্ক।
এক নজরে দেখে নেওয়া যাক কবে কখন কোন ম্যাচ—
জার্মানি বনাম স্পেন (শুক্রবার রাত ৯.৩০)
ফ্রান্স বনাম পর্তুগাল (শুক্রবার রাত ১২.৩০)
ইংল্যান্ড বনাম সুইৎজারল্যান্ড (শনিবার রাত ৯.৩০)
নেদারল্যান্ডস বনাম তুরস্ক (শনিবার রাত ১২.৩০)
আরও পড়ুন: আইসিসির সেরা অলরাউন্ডার এখন হার্দিক পান্ডিয়া
Quarter-finalists confirmed ✅
🤔 Who are you backing to go all the way?#EURO2024 pic.twitter.com/SHwKaqpd01
— UEFA EURO 2024 (@EURO2024) July 2, 2024
এবারের ইউরোর সূচি একটু অদ্ভুত গোছের হয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার চার দেশ স্পেন, জার্মানি, ফ্রান্স, পর্তুগাল একই দিকে পড়েছে। কোয়ার্টার ফাইনালেই তাই দুটি মহারণ রয়েছে। শুরুই হচ্ছে এই টুর্নামেন্টের সেরা দুই দলের দ্বৈরথ দিয়ে— জার্মানি বনাম স্পেন (Germany vs Spain)। অর্থাৎ এক ফেভারিটকে বিদায় নিতেই হবে। শুক্রবার রাতেই কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) ফ্রান্সের মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) পর্তুগাল। অর্থাৎ এই পর্যায়েই প্রস্থান ঘটবে কোনও এক মহাতারকার।
অন্যদিকে নেদারল্যান্ডস তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে। আশা করা যায় তুরস্ককে হারিয়ে তারা সেমিফাইনালে উঠবে। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে কঠিন লড়াই গতবারের রানার্স ইংল্যান্ডের। খাতায়-কলমে ফেভারিট ইংলিশরা কিন্তু ফর্মের বিচারে এগিয়ে সুইসরা। ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট (Gareth Southgate) জানেন, এখান থেকে বিদায় নিলে তাঁর চাকরি থাকবে না। তিনি হয়তো আগেভাগে নিজেই ইস্তফা দেবেন।
দেখুন অন্য খবর: