কলকাতা: বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্টে রোহিত শর্মা (Rohit Sharma) খেলবেন কি না তা নিয়ে এখনও ধোঁয়াশা আছে। এমনকী হেড কোচ গৌতম গম্ভীরও (Gautam Gambhir) এ নিয়ে নিশ্চয়তা দিতে পারেননি। এত গুরুত্বপূর্ণ সিরিজের শুরুতে অধিনায়কের না থাকার সম্ভাবনা যথেষ্ট বিতর্কের উদ্রেক করেছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, রোহিত না খেললে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ইনিংস শুরু করবেন কে?
একাধিক বিকল্প রয়েছে। টিম ম্যানেজমেন্টের পছন্দের কে এল রাহুলকে (KL Rahul) ওপেন করানো হতে পারে। গম্ভীর কালই বলেছেন, অন্য কোনও দেশে রাহুলের মতো খেলোয়াড় নেই যে ইনিংস শুরু করতে পারে, তিন নম্বরে ব্যাট করতে পারে আবার চার-পাঁচেও নামতে পারে। পার্থের নেটে রাহুলকে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করতে দেখা গিয়েছে। তাই তাঁর ওপেন করার সম্ভাবনা সবথেকে জোরালো।
আরও পড়ুন: বাংলার হয়ে কাল রঞ্জিতে শামি, অস্ট্রেলিয়া যাবেন?
দলের সঙ্গে বেশ কিছুদিন সফর করছেন অভিমন্যু ঈশ্বরন (Abhimanyu Easwaran)। বাংলার হয়ে ওপেন করে ধারাবাহিক রান করা ২৯ বছরের অভিমন্যুর এখনও অভিষেক হয়নি। তিনি স্পেশ্যালিস্ট ওপেনার, রোহিতের অনুপস্থিতিতে একটা সুযোগ দেওয়া যেতেই পারে, সেটুকু তাঁর প্রাপ্য। আর এক বিকল্প হল শুভমান গিলকে (Shubman Gill) ওপেন করিয়ে তিনে রাহুলকে খেলানো।
ওপেনার সমস্যা নিয়ে গম্ভীর বলেছেন, “আমাদের কাছে অবশ্যই ঈশ্বরন আছে, রাহুলও আছে। রোহিতকে পাওয়া না গেলে আমরা প্রথম টেস্টে শুরুর হওয়ার আগে আগে সিদ্ধান্ত নিয়ে নেব। আমাদের হাতে বিকল্প আছে, এমন নয় যে নেই, বেশ কিছু বিকল্প আছে।” রোহিত না খেললে ২২ নভেম্বর জয়সওয়ালের সঙ্গী কে হন সেটাই দেখার।