skip to content
Wednesday, November 13, 2024
HomeScrollবাবর আজমের বাদ পড়া নিয়ে কে কী বলছেন?
Babar Azam Dropped

বাবর আজমের বাদ পড়া নিয়ে কে কী বলছেন?

পাকিস্তানের এক নম্বর তারকা ব্যাটার বেশ কিছুদিন ধরেই অফ ফর্মে

Follow Us :

কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের বাকি দুই ম্যাচ থেকে বাদ পড়েছেন বাবর আজম (Babar Azam)। পাকিস্তানের এক নম্বর তারকা ব্যাটার বেশ কিছুদিন ধরেই অফ ফর্মে। মুলতানের (Multan Test) ব্যাটিং স্বর্গেও দুই ইনিংসে ৩০ ও ৫ রান করেছেন। তা সত্ত্বেও বাবরের বাদ পড়ে যাওয়া নিঃসন্দেহে বড় খবর। বলা বাহুল্য, এ নিয়ে মুখ খুলেছেন একাধিক প্রাক্তন ক্রিকেটার।

প্রাক্তন পাক ওপেনার সইদ আনোয়ার (Saeed Anwar) বাবরের পাশে দাঁড়িয়েছেন এবং সন্তানস্নেহে সান্ত্বনা দিয়েছেন। টুইট করে তিনি লিখেছেন, “খারাপ সময় কেটে যাবে। শক্ত থাকো বাবর আজম বেটা। এগুলো যে কোনও ক্রিকেটারের কেরিয়ারে হয়। ইনশাল্লাহ, তুমি ফিরে আসবে।”

আরও পড়ুন: নেশনস লিগে জয়ে ফিরল ইংল্যান্ড, স্বস্তি কোচের

বাবরকে বসানোর সিদ্ধান্ত কেউ কেউ সঠিক মনে করছেন, কিন্তু সেই দলে নেই প্রাক্তন ইংলিশ অধিনায়ক মাইকেল ভন (Michael Vaughan)। তিনি একে বোকামি মনে করছেন। টুইট করে ভন লেখেন, “পাকিস্তান বেশ কিছুদিন হল জিততে পারেনি। এই সিরিজে ১-০ পিছিয়ে যাওয়ায় সেরা খেলোয়াড়কেই বসিয়ে দিল। আমার মনে হয়, পাকিস্তান ক্রিকেটে অনেক কিছু আশ্চর্যজনক, তবে এটা সবকিছুর সেরা। বাবর নিজে যদি না বিশ্রাম চেয়ে থেকে, তাহলে সম্পূর্ণরূপে বোকার মতো সিদ্ধান্ত।”

বাবরকে বাদ দেওয়ার পাশাপাশি বিশ্রাম দেওয়া হয়েছে দুই পেসার শাহিন আফ্রিদি এবং নাসিম শাহকেও। লেগস্পিনার আব্রার আহমেদ ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন, তাঁর জায়গায় নেওয়া হল অফস্পিনার সাজিদ খানকে। দলে এসেছেন হাসিবুল্লাহ, মেহরান মুমতাজ, কামরান গুলাম, মহম্মদ আলি।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular