কলকাতা: এ বছর নতুন বিদেশি খেলোয়াড় কিনতে প্রচুর অর্থ খরচ করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। আইএসএল (ISL) জয়ের উদ্দেশ্য তো আছেই, তবে এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে (AFC Champions League 2) ভালো কিছু করাই প্রধান লক্ষ্য। এই মহাদেশীয় টুর্নামেন্টে কাদের বিরুদ্ধে খেলতে হবে তা জেনে গেল বাগান শিবির। কবে কোন খেলা তার সম্ভাব্য সূচিও জানা গিয়েছে।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে আছে চারটি গ্রুপ। তার মধ্যে গ্রুপ এ-তে পড়েছে হোসে মোলিনার (Jose Molina) দল। গ্রুপে তাদের প্রতিপক্ষ আল ওয়াকরা এসসি, ট্রাক্টর এফসি এবং এফসি রাভশান। আল ওয়াকরা কাতারের ক্লাব, ট্রাক্টর ইরানের এবং রাভশান তাজিকিস্তানের। বলাই বাহুল্য গ্রুপ পর্বেই প্রবল প্রতিদ্বন্দ্বিতায় পড়বেন শুভাশিস বসুরা (Shubhasish Bose)।
আরও পড়ুন: শচীনকে টপকাবেন রুট? কী বললেন পন্টিং
The only club representing India at AFC Champions League Two where we have been drawn into Group A along with Al Wakrah (Qatar), Tractor FC (Iran) and FC Ravshan (Tajikistan)! 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/EnIWkhVtF4
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 16, 2024
গত মরসুমের দল থেকে তিন বিদেশি, জনি কাউকো, হেক্তর ইউস্তে এবং ব্র্যান্ডন হ্যামিলকে ছেড়ে দিয়েছে সবুজ-মেরুন। আগের মরসুমের মাঝামাঝি বাতিল হয়ে যান হুগো বুমোস। এবার তাঁদের জায়গায় চার বিদেশিকে আনা হয়েছে। রক্ষণে জোর বাড়াতে এসেছেন টম আলড্রেড এবং আলবার্তো রদ্রিগেজ। মাঝমাঠে সৃষ্টিশীলতা বাড়ানোর জন্য আনা হয়েছে গ্রেগ স্টুয়ার্টকে (Greg Stuart), তাঁর গায়েই উঠেছে ১০ নম্বর জার্সি। গোল করার জন্য প্রচুর অর্থ দিয়ে কেনা হয়েছে অস্ট্রেলিয়ান লিগের সর্বোচ্চ গোলদাতা জেমি ম্যাকলারেনকে (Jamie McLaren)।
প্রসঙ্গত, আইএসএলে প্রথম একাদশে সর্বোচ্চ চার বিদেশি খেলানো যেতে পারে। কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে খেলানো যাবে ছয়জনকেই। ফলে মহাদেশীয় টুর্নামেন্টে পূর্ণশক্তির মোহনবাগানকে দেখা যাবে। এছাড়া ভারতের তারকা ফুটবলাররা তো আছেনই।