কলকাতা: ফুটবল সত্যিই নতুন যুগে এসে পড়েছে। সোমবার রাতে (ভারতীয় সময়ে মধ্যরাত) ঘোষিত হবে এবারের ব্যালন ডো’র বিজয়ীর (Ballon d’Or) নাম। ২০০৩ সালের পর এই প্রথমবার চূড়ান্ত ৩০ জনের তালিকায় নাম নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবং লিওনেল মেসির (Lionel Messi)। ফুটবলের আঙিনায় সর্বশ্রেষ্ঠ একক পুরস্কার হিসেবে গণ্য করা হয় একে। এবার তা জিততে চলেছেন নতুন প্রজন্মের কেউ।
ব্যালন ডো’র জেতার দাবিদার হিসেবে সবার আগে নাম রয়েছে ভিনিসিয়াস জুনিয়রের (Vinicius Jr)। ব্রাজিলিয়ান উইঙ্গার গত মরসুমে তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ভিনিসিয়াসকে কড়া প্রতিযোগিতায় ফেলবেন তাঁর দলের খেলোয়াড় জুড বেলিংহ্যাম (Jude Bellingham)। গত মরসুমে রিয়ালের সর্বোচ্চ গোলদাতা ছিলেন ইংলিশ ফুটবলারটি। ইংল্যান্ডের হয়ে ইউরো কাপের ফাইনালে উঠেছিলেন।
আরও পড়ুন: আর্সেনালকে আটকে দিল লিভারপুল, জিতল চেলসি
ব্যালন ডো’র জেতার তৃতীয় দাবিদার স্পেন ও ম্যাঞ্চেস্টার সিটির মিডফিল্ড মায়েস্ত্রো রদ্রি (Rodri)। সিটির হয়ে প্রিমিয়ার লিগ জিতেছেন, স্পেনের হয়ে ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছেন। শুধু তাই নয়, ইউরোর ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।
এক নজরে দেখে নেওয়া যাক ব্যালন ডো’র পুরস্কারের চূড়ান্ত ৩০
জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড, রিয়াল মাদ্রিদ)
হাকান চালহানোগলু (তুরস্ক, ইন্টার)
দানি কার্ভাহাল (স্পেন, রিয়াল মাদ্রিদ)
রুবেন দিয়াস (পর্তুগাল, ম্যান সিটি)
আর্টেম ডভবাইক (ইউক্রেন, ডিনিপ্রো/জিরোনা/রোমা)
ফিল ফোডেন (ইংল্যান্ড, ম্যান সিটি)
আলেহান্দ্রো গ্রিমাল্ডো (স্পেন, বায়ার লেভারকুসেন)
এর্লিং হ্যাল্যান্ড (নরওয়ে, ম্যান সিটি)
ম্যাটস হুমেলস (জার্মানি, বরুসিয়া ডর্টমুন্ড)
হ্যারি কেন (ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখ)
টোনি ক্রুস (জার্মানি, রিয়াল মাদ্রিদ)
অ্যাডেমোলা লুকম্যান (নাইজেরিয়া, আটালান্টা)
এমিলিয়ানো মার্তিনেজ (আর্জেন্টিনা, অ্যাস্টন ভিলা)
লাতারো মার্তিনেজ (আর্জেন্টিনা, ইন্টার)
কিলিয়ান এমবাপে (ফ্রান্স, পিএসজি/রিয়াল মাদ্রিদ)
মার্টিন ওডেগার্ড (নরওয়ে, আর্সেনাল)
দানি ওলমো (স্পেন, লিপজিগ/বার্সেলোনা)
কোল পামার (ইংল্যান্ড, ম্যান সিটি/চেলসি)
ডেক্লান রাইস (ইংল্যান্ড, আর্সেনাল)
রদ্রি (স্পেন, ম্যান সিটি)
আন্তোনিও রুডিগার (জার্মানি, রিয়াল মাদ্রিদ)
বুকায়ো সাকা (ইংল্যান্ড, আর্সেনাল)
উইলিয়াম সালিবা (ফ্রান্স, আর্সেনাল)
ফেদেরিকো ভালভার্দে (উরুগুয়ে, রিয়াল মাদ্রিদ)
ভিনিসিয়াস জুনিয়র (ব্রাজিল, রিয়াল মাদ্রিদ)
ভিতিনহা (পর্তুগাল, পিএসজি)
নিকো উইলিয়ামস (স্পেন, অ্যাথলেটিক ক্লাব)
ফ্লোরিয়ান উইর্টজ (জার্মানি, বায়ার লেভারকুসেন)
গ্রানিট জাকা (সুইৎজারল্যান্ড, বায়ার লেভারকুসেন)
লামিন ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)
দেখুন অন্য খবর: