মুম্বই: পুনেতেই ঐতিহাসিক সিরিজ জয় হয়ে গিয়েছে নিউজিল্যান্ডের (New Zealand)। তাদের লক্ষ্য মুম্বইতেও জিতে ভারতকে (India) হোয়াইটওয়াশ করা। অন্যদিকে রোহিত শর্মাদের (Rohit Sharma) লক্ষ্য একটাই, সম্মান বাঁচানো। শুক্রবার টসে জিতে ব্যাট নিয়েছেন কিউয়ি অধিনায়ক টম ল্যাথাম (Tom Latham)। টসের সময় দুই দলের অধিনায়ক যে প্রথম এগারো ঘোষণা করলেন তা শুনে অবাক হতে হল।
পুনেতে দুই ইনিংস মিলিয়ে ১৩ উইকেট নেওয়া মিচেল স্যান্টনার (Mitchell Santner) খেলছেন না। ভারতের তো বটেই এই মুহূর্তে পৃথিবীর অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাও (Jasprit Bumrah) নেই।
আরও পড়ুন: রিটেনশনের পর কেকেআরের পকেটে ৫১ কোটি, বাকিদের?
ল্যাথাম জানিয়েছেন, স্যান্টনারের সামান্য চোট রয়েছে তাই তাঁকে খেলানো যায়নি। তাঁর জায়গায় দলে এসেছেন লেগস্পিনার ইশ সোধি। বেঙ্গালুরু টেস্টে পাঁচ উইকেট নেওয়া ম্যাট হেনরি সুস্থ হয়ে দলে ফিরেছেন। বিশ্রাম দেওয়া হয়েছে টিম সাউদিকে। হেনরির সঙ্গে নতুন বলে শুরু করবেন উইল ও’রুর্ক।
এদিকে ভারতীয় বোলিং লাইন আপ বহুদিন পর বুমরা-বিহীন। বিসিসিআইয়ের তরফে ঘোষণা করা হয়েছে, ভাইরাসজনিত অসুস্থতার শিকার তিনি। এখনও পুরোপুরি সারেনি। বুধবার দলের অনুশীলনে উপস্থিত থাকলেও নেটে বোলিং করেননি। সেদিন বিকেলেই তাঁকে আমেদাবাদ পাঠিয়ে দেওয়া হয়।
নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচীন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, ইশ সোধি, ম্যাট হেনরি, এজাজ প্যাটেল, উইলিয়াম ও’রুর্ক।
ভারত একাদশ: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, মহম্মদ সিরাজ।
দেখুন অন্য খবর: