কলকাতা: গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) হাসতে খুব কম দেখা যায়, তিনি সচরাচর গম্ভীরই থাকেন। হাসতে যাও বা দেখা যায়, কাঁদতে দেখা যায় না কখনওই। গোটা কেরিয়ারে একবারের জন্যও গম্ভীরের চোখে জল দেখা যায়নি। কিন্তু এহেন মানুষটাই সারারাত কেঁদে ভাসিয়েছিলেন, তাও ব্যক্তিগত কোনও কারণে নয়। কারণ ভারতের হেরে যাওয়া একটা ক্রিকেট ম্যাচ। সেই ম্যাচের পরেই তিনি মনস্থির করেন, ভারতের হয়ে বিশ্বকাপ জিতবেন।
১৯৯২ সালের বিশ্বকাপে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৭ ওভারে ২৩৬ করতে হত ভারতকে। শেষ বলে দরকার ছিল চার। স্টিভ ওয়া (Steve Waugh) জাভাগাল শ্রীনাথের (Javagal Srinath) ক্যাচ মিস করলেও তিন রান নিতে গিয়ে রান আউট হন ভেঙ্কটপতি রাজু। ভারত হেরে যায় ১ রানে। এরপরেই কান্নায় ভেঙে পড়েন গম্ভীর।
আরও পড়ুন: কোচ লক্ষ্মণ, জিম্বাবোয়ে পাড়ি দিল ভারতের তরুণ ব্রিগেড
তিনি বলেন, “ওই ম্যাচ দেখার পর আমি ভারতের হয়ে বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। ১৯৯২ সালে ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের কথা মনে আছে আমার, যেটায় ভারত ১ রানে হেরেছিল। আমার মনে আছে আমি সারারাত কেঁদেছিলাম। ওই ম্যাচের আগে বা পরে কোনওদিন এত কাঁদিনি, জানি না কেন।”
গম্ভীর আরও জানান, তখন তাঁর ১১ বছর বয়স। সেই সময়ে তিনি দেশের হয়ে বিশ্বকাপ জিততে চেয়েছিলেন আর সেই স্বপ্নপূরণ হয় ২০১১ সালে। তার আগে ২০০৭ সালে অবশ্য টি২০ বিশ্বকাপ জেতা হয়ে গিয়েছিল তাঁর।
দেখুন অন্য খবর: