কলকাতা: রাহুল দ্রাবিড় (Rahul Dravid) এবং গৌতম গম্ভীর (Gautam Gambhir) কি নিজেদের চেয়ার অদলবদল করতে চলেছেন? এমন জল্পনাই কিন্তু মঙ্গলবার সকাল থেকে শোনা যাচ্ছে। কলকাতা নাইট রাইডার্সকে (KKR) এ বছর আইপিএল চ্যাম্পিয়ন করা গম্ভীর ভারতের জাতীয় দলের পরবর্তী কোচ তা ঘোষণা করে দিয়েছে বিসিসিআই (BCCI)। সুতরাং এক মরসুম থাকার পরেই মেন্টরের পদ খালি হয়ে গেল নাইটদের। শোনা যাচ্ছে দ্রাবিড়কেই নাকি হেড কোচ পদে চাইছে শাহরুখ খানের (Shah Rukh Khan) দল।
বিশ্বকাপ ফাইনালের আগে দ্রাবিড় মজা করে বলেছিলেন, ফের ‘বেকার’ হয়ে পড়তে চলেছেন তিনি। কেকেআরের জল্পনা যদি সত্যি হয় এবং ‘দ্য ওয়াল’ যদি তাতে সাড়া দেন তাহলে ফের চাকরি জুটে যাবে তাঁর।
আরও পড়ুন: ভারতীয় দলের হেড কোচ গম্ভীর, ঘোষণা ক্রিকেট বোর্ডের সচিবের
পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য ভারতীয় দলের দায়িত্ব নিতে প্রথমটায় রাজি হননি দ্রাবিড়। সেই কারণেই বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (NCA) দায়িত্ব নিতে বেশি আগ্রহী তিনি। কিন্তু আইপিএলের ক্ষেত্রে সুবিধা হল, মাস দুই-আড়াইয়ের বেশি ব্যস্ত থাকতে হয় না। কাজেই প্রস্তাব এলে ভেবে দেখতেই পারেন।
এদিকে আর এক জল্পনা উঠেছে। শোনা যাচ্ছে, দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) দ্রাবিড়কে হেড কোচ করতে চায়। দিল্লির ক্রিকেটিং ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিসিসিআই প্রেসিডেন্ট থাকাকালীন তিনিই দ্রাবিড়কে জাতীয় দলের কোচ করেছিলেন। পুরনো টিমমেট এবং বন্ধুর পুনর্মিলন হতেই পারে। তবে সেক্ষেত্রে চাকরি যাবে রিকি পন্টিংয়ের।