ফ্লোরিডা: সুপার এইটে (Super Eight) যাওয়া আগেই নিশ্চিত করে ফেলেছে ভারত (India)। আজ কানাডার (Canada) বিরুদ্ধে স্রেফ নিয়মরক্ষার খেলা। কানাডারও এই ম্যাচ থেকে অভিজ্ঞতা ছাড়া আর কিছু পাওয়ার নেই, তারা আগেই বিদায় নিয়েছে। ভারত তাদের প্রথম তিন ম্যাচ খেলেছে নিউইয়র্কে (New York) নাসাউ কাউন্টি স্টেডিয়ামে, আজ তারা নামবে ফ্লোরিডার (Florida) ফোর্ট ফ্লডারডেলে। এরপর সমগ্র টুর্নামেন্টই আমেরিকা থেকে তল্পিতল্পা গুটিয়ে ওয়েস্ট ইন্ডিজে চলে যাবে।
নিয়মরক্ষার ম্যাচ বলে হয়তো প্রথম একাদশে সামান্য বদল করতে পারে টিম ইন্ডিয়া। অবশ্য ব্যাটিং লাইন আপে বদলের তেমন সম্ভাবনা নেই। দুই রিস্ট স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav) এবং যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) খেলানো হতে পারে। সেক্ষেত্রে অক্ষর প্যাটেল (Axar Patel) এবং জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) বিশ্রাম দেওয়া হতে পারে।
আরও পড়ুন: সুপার এইটে আমেরিকা, বাড়ি ফিরবে পাকিস্তান
আমেরিকায় যতটা বোলিং সহায়ক পিচ-পরিবেশ ছিল, ওয়েস্ট ইন্ডিজে তেমন নয়। তাই একজন রিস্ট স্পিনার দলে ঢুকে পড়তেই পারেন। বিশেষ করে অ্যাডাম জ্যাম্পা, আদিল রশিদ, রশিদ খানদের দুর্দান্ত পারফর্ম্যান্স দেখলে রিস্ট স্পিনার খেলানোর কথা মনে হতে বাধ্য। সেক্ষেত্রে অগ্রাধিকার পেতে পারেন কুলদীপ।
ভারত-কানাডা ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। শুক্রবারও স্টেডিয়াম চত্বরে বেশ খানিকটা বৃষ্টি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, শনিবার ম্যাচের সময় বর্ষণের সম্ভাবনা ৫৫ শতাংশ। ০.৭ মিলিলিটার বৃষ্টির আশঙ্কা রয়েছে। ইডেন গার্ডেন্স বা চিন্নাস্বামীর মতো বিশ্বমানের জল নিকাশি ব্যবস্থা এখানে নেই। ফলে বৃষ্টি থামলেও আউটফিল্ডের অবস্থা খুব খারাপ হয়ে থাকবে। এরকম মাঠে ফিল্ডারদের চোট পাওয়ার সম্ভাবনা প্রবল, এই বিষয়টাও নিশ্চয়ই ভারতীয় টিম ম্যানেজমেন্টের মাথায় আছে।
দেখুন অন্য খবর: