মায়ামি: ইউরোপের সেরা স্পেন না ইংল্যান্ড, তা নিশ্চিত হয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই লেগে যাবে দক্ষিণ আমেরিকা (South America) মহাদেশের শ্রেষ্ঠত্ব নিয়ে লড়াই। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি আর্জেন্টিনা এবং কলম্বিয়া (Argentina vs Colombia)। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির (Lionel Messi) এটাই শেষ কোপা আমেরিকা (Copa America), তাঁর সহযোদ্ধা আঙ্খেল দি মারিয়ারও (Angel Di Maria)। মেসি জানিয়েছেন, দি মারিয়ার জন্যই তাঁরা কাপ জিততে চান। আর কে না জানে মেসির জন্য গোটা আর্জেন্টিনা দল প্রাণ দিতে পারে।
আরও পড়ুন: আজ ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি স্পেন-ইংল্যান্ড
তবে রূপকথার সমাপয়েতে বাগড়া দেওয়ার জন্য তৈরি কলম্বিয়া। শক্তিশালী উরুগুয়েকে হারিয়ে ফাইনালে উঠেছে তারা। দলে হামেস রদ্রিগেজ (James Rodriguez), লুইস দিয়াজের (Luis Diaz) মতো আক্রমণাত্মক ফুটবলাররা আছেন। তাছাড়া এই কলম্বিয়ার দলগত সংহতি অত্যন্ত ভালো। প্রয়োজনে শারীরিক ফুটবল খেলতেও পারদর্শী। উরুগুয়ের বিরুদ্ধেই ছ’টা হলুদ কার্ড দেখেছিল হলুদ জার্সির দল।
LA GRAN FINAL DE LA CONMEBOL COPA AMÉRICA USA 2024™ 🌟 pic.twitter.com/Iq7tqtiplb
— CONMEBOL Copa América™️ (@CopaAmerica) July 11, 2024
ইতিহাস এবং পরিসংখ্যান আর্জেন্টিনাকে এগিয়ে রাখছে। দুই দলের শেষ এক ডজন সাক্ষাতে মাত্র একবার হেরেছে আর্জেন্টিনা। সেই ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর মেসিরা, কারণ দক্ষিণ আমেরিকার সর্বকালের সেরা দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার তাগিদ রয়েছে। ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ জিতলেও কোপা আমেরিকার সাফল্যে অনেক পিছিয়ে। এদিকে কাল জিতলে উরুগুয়েকে টপকে কোপার ইতিহাসে সফলতম দলের তকমা পাবে আর্জেন্টিনা।
দেখুন খবর: