কলকাতা: বুধবার ইরানের ট্রাক্টর এফসির বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর (AFC Champions League) ম্যাচ খেলার কথা ছিল মোহনবাগানের (Mohun Bagan SG)। কিন্তু ইরানের যুদ্ধের পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখে সেদেশে পাড়ি দেয়নি সবুজ-মেরুন। এর জন্য তাদের বড়সড় জরিমানা এমনকী ব্যান করতে পারে এশিয়ান ফুটবল কনফেডারেশন।
মোহনবাগানের এক আধিকারিক জানিয়েছেন, তাঁরা একাধিকবার এএফসি (AFC) এবং এআইএফএফ-কে (AIFF) চিঠি দিয়ে বর্তমান পরিস্থিতির কথা জানিয়েছেন। এএফসি তিনদিন আগে জানিয়েছিল ইরানের পরিস্থিতি ঠিক আছে। কিন্তু তারপরের তিনদিনে অনেক কিছু বদলে গিয়েছে। ইরানের অবস্থা আরও অগ্নিগর্ভ হয়েছে।
আরও পড়ুন: ডর্টমুন্ডের ৭ গোল, পিএসজিকে হারাল আর্সেনাল
বাগানের তরফে এখন এএফসি-র উত্তরের অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তারা খেলতে না যাওয়ার সপক্ষে যাবতীয় যুক্তি এবং তথ্যপ্রমাণ তৈরি রেখেছে। ম্যাচটি অন্য কোথাও আয়োজনের আবেদনও জানিয়েছে কলকাতার ক্লাব।
মোহনবাগান দলে ভারতীয় ছাড়া অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, স্পেন এবং পর্তুগালের খেলোয়াড় আছে। এই চারটি দেশই ইরানে যাওয়া নিয়ে নির্দেশাবলি জারি করেছে। এদিকে আজ বুধবার ভারত সরকারের বিদেশ মন্ত্রকও একই পথে হেঁটেছে। মঙ্গলবার ইজরায়েলে ইরানের হামলার পর পরিস্থিতি আরও খারাপ হতে পারে আঁচ করে বিদেশ মন্ত্রক জরুরি প্রয়োজন ছাড়া ইরান যাত্রা এড়িয়ে যাওয়াত পরামর্শ দিয়েছে। ইরানে থাকা ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে এবং ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।
ভারত সরকারের উপদেশের আগেই ইরানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মোহনবাগান। তবে সে দেশের পরিস্থিতি যে ফুটবল ম্যাচের অনুকূল নয় তা উপলব্ধি করবে এএফসি, মোহনবাগান সেই আশাই করছে। প্রসঙ্গত, তাদের পরের ম্যাচ ৫ অক্টোবর মহমেডানের বিরুদ্ধে।
দেখুন অন্য খবর: