কলকাতা: শুক্রবার ভারতীয় সময় সকাল ৭.৫০-এ শুরু হবে বহু প্রতীক্ষিত বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy)। ভারত এবং অস্ট্রেলিয়া, দুই যুযুধান প্রতিপক্ষ প্রথম টেস্টে মুখোমুখি হবে পার্থের অপ্টাস স্টেডিয়ামে (Optus Stadium)। প্যাট কামিন্সের (Pat Cummins) সঙ্গে টস করতে নামবেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। রোহিত শর্মা (Rohit Shamra) না থাকায় তিনি এই ম্যাচে অধিনায়কত্ব করবেন। প্রশ্ন হল, কালকের টস কতটা গুরুত্বপূর্ণ, কারণ প্রথম দিনের খেলায় কিছুটা বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি।
বেঙ্গালুরুতে ৪৬ রানে অল আউটের বিপর্যয়ের স্মৃতি এখনও টাটকা। বৃষ্টিতে প্রথম দিনের খেলা বাতিল হয়েছিল, দ্বিতীয় দিন মেঘলা থাকা সত্ত্বেও টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন রোহিত। মেঘলা আবহাওয়ায় ম্যাট হেনরিদের সুইংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ভারতের ব্যাটিং লাইন আপ। বিরাট কোহলি (Virat Kohli) সহ পাঁচজন শূন্য করেছিলেন। আবহাওয়ার পূর্বাভাসে কিন্তু শুক্রবার পার্থ শহরেও বৃষ্টির সম্ভাবনা আছে।
আরও পড়ুন: শামির অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে বড় আপডেট বোলিং কোচের
অনুশীলনের দিনগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছিল। শুক্রবারও ২৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সুখবর হল, বাকি চারদিনে বৃষ্টির পূর্বাভাস নেই। তবে প্রথম দিনের পরিবেশ-পরিস্থিতি কেমন থাকে তার উপর টসের পরের সিদ্ধান্ত অনেকটা নির্ভর করবে। মেঘলা, স্যাঁতস্যাঁতে পরিস্থিতি থাকলে প্রথমে বল করার সিদ্ধান্ত নেওয়া হতেই পারে।
ভারতের ঘূর্ণি পিচে প্রথমে ব্যাট করাই বুদ্ধিমানের কাজ, কিন্তু অপ্টাস স্টেডিয়ামের মাঠের ব্যাপার আলাদা। পিচ কিউরেটর আইজ্যাক ম্যাকডোনাল্ড জানিয়েছেন, ‘ক্লাসিক’ ওয়াকা আদলেই পিচ বানিয়েছেন তাঁরা। কে না জানে, এককালে অস্ট্রেলিয়ার সবথেকে গতিময় এবং বাউন্সওয়ালা উইকেট দেখা যেত পার্থের ওয়াকাতেই। তার কিছুটা ঝলক নিশ্চয়ই কাল দেখা যাবে।
দেখুন অন্য খবর: