নয়াদিল্লি: টি২০ বিশ্বকাপের ফাইনালে সূর্যকুমার যাদবের (Surya Kumar Yadav) অসাধারণ ক্যাচের চর্চা চলছে আজও। ওই ক্যাচের জন্যই প্যাভিলিয়নে ফেরেন ডেভিড মিলার (David Miller) এবং ম্যাচ ভারতের দিকে চলে আসে। ওই ক্যাচ নিয়েই এবার দারুণ রসিকতা করলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি বলেন, ক্যাচ না ধরলে সূর্যকুমারকে বসিয়ে দিতেন।
অন্তিম ওভারে বল করতে আসেন হার্দিক পান্ডিয়া (Hardik Pnadya)। দক্ষিণ আফ্রিকার ম্যাচ জিততে চাই ১৬ রান। ওভারের প্রথম বল লো-ফুলটস করেন হার্দিক। মিলার সেই বল সপাটে সোজা মারেন। দেখে মনে হচ্ছিল নিশ্চিত ছয়, ধারাভাষ্যকর ইয়ান স্মিথও তাই ভেবেছিলেন। কিন্তু বাউন্ডারি লাইনে দুর্দান্ত জাগলিং ক্যাচ ধরে নেন স্কাই।
আরও পড়ুন: রোনাল্ডোদের বিদায়, সেমিফাইনালে এমবাপের ফ্রান্স
মুম্বই ফিরে এক সাংবাদিক সম্মেলনে মারাঠি ভাষায় হাসতে হাসতে রোহিত বলেন, “সূর্য যেমন বলল যে বল ওর হাতে বসে গিয়েছিল। ভালো হয়েছে বল সূর্যের হাতে বসে গিয়েছিল, না হলে পরে আমি ওকে বসিয়ে দিতাম।” রোহিতের এই কথায় তুমুল হাসির রোল ওঠে, হেসে ফেলেন সূর্যও।
প্রসঙ্গত, ৪ জুলাই কাপ নিয়ে দেশে ফিরেছে টিম ইন্ডিয়া। বিশ্বজয়ীদের নিয়ে দিল্লি এবং মুম্বইতে আবেগের বিস্ফোরণ ঘটেছে। ১৯৮৩, ২০০৭, ২০১১ সালেও ভারত বিশ্বকাপ জিতেছে। উচ্ছ্বাস, উল্লাস, উৎসবের কমতি তখনও ছিল না। কিন্তু এবারের ব্যাপার আলাদা। ক্রিকেট বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও ১৩ বছর ধরে বিশ্বকাপ আসেনি, ১১ বছর ধরে কোনও আইসিস ট্রফি (ICC Trophy) ছিল না। এর জন্য ভারতকে কম কটাক্ষ, অপবাদ সহ্য করতে হয়নি। সেই সব যন্ত্রণার অবসান হয়েছে।
দেখুন অন্য খবর: