সেন্ট লুসিয়া: ১৯ নভেম্বর, ২০২৩। ভারতীয় ক্রিকেটের অভিশপ্ত রাত। ১৪০ কোটি দেশবাসীর স্বপ্ন চুরমার করে বিশ্বকাপ নিয়ে চলে গিয়েছিল অস্ট্রেলিয়া। রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের (Virat Kohli) শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকা, সেই দৃশ্য দেখে মন খারাপ হয়নি এমন ভারতবাসী খুঁজে পাওয়া ভার। এবার সময় এসেছে বদলার, সময় এসেছে বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়াকে (Australia) ছিটকে দেওয়ার।
রবিবার আফগানিস্তানের কাছে ২১ রানে হেরে চাপে পড়েছেন মিচেল মার্শরা (Mitchell Marsh)। তিনি যতই ভারতকে হারানোর ব্যাপারে আশাবাদী বলুন না কেন, ভারতকে হারানো যে সহজ নয় তিনি ভালোই জানেন। গ্রুপের সমীকরণ এখন এমনই, ভারতের কাছে যদি অস্ট্রেলিয়া হারে এবং বাংলাদেশকে আফগানরা হারিয়ে দেয়, টি২০ বিশ্বকাপ থেকে বিদায় নেবে অজিরা।
আরও পড়ুন: বাংলাদেশকে নিয়ে মাতামাতি কেন, মাথায় ঢুকছে না বীরুর
যদি অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান, দুই দলই জেতে তাহলে নেট রান রেটের অঙ্ক আসবে। আর আফগানিস্তান হারলে এবং অস্ট্রেলিয়া জিতলে অস্ট্রেলিয়া সেমিফাইনালে যাবে। আফগানিস্তান বাংলাদেশের কাছে হারবে না, এটুকু আশা করাই যায়। সুতরাং রোহিত শর্মাদের কাজ সোমবার অস্ট্রেলিয়াকে হারানো। তাহলেই সাত মাস আগের হারের প্রতিশোধ নেওয়া যাবে।
এই চাপের পরিস্থিতিতেও আত্মবিশ্বাসী মার্শ। তিনি বলেছেন, “প্রথমেই বলি, আমাদের এই গ্রুপ নিজেদের উপরে আস্থা রাখে, আমরা খুবই ভালো ক্রিকেট দল। হ্যাঁ, আজ রাতটা খারাপ গিয়েছে, তবে ইতিবাচক দিক হল ৩৬ ঘণ্টার মধ্যে আবার মাঠে নামব। ভারতের বিরুদ্ধে খেলা, অবশ্যই বড় ম্যাচ এবং জিততেই হবে। তবে যদি আমরা এই দলটার সাম্প্রতিক অতীতের দিকে তাকাই, এরকম পরিস্থিতিই ছেলেদের মধ্যে থেকে সেরাটা বের করে আনে, তাই ওরা জেতার জন্য মুখিয়ে আছে।”
দেখুন অন্য খবর: