অ্যান্টিগা: ওমানের (Oman) বিরুদ্ধে রেকর্ড জয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করল ইংল্যান্ড (England)। স্কটল্যান্ডের (Scotland) বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়ে গিয়েছিল, তারপর অস্ট্রেলিয়ার (Australia) কাছে টি২০ বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার অবস্থা হয়েছিল জস বাটলারদের (Jos Buttler)। ওমানকে ১০১ বল বাকি থাকতে আট উইকেটে হারিয়ে গ্রুপ বি থেকে সুপার এইটে যেতে এখন তাঁরাই ফেভারিট।
টসে জিতে প্রথমে বোলিং করে ইংল্যান্ড এবং মাত্র ৪৭ রানে অল আউট করে দেয় ওমানকে। ১১ রান দিয়ে চার উইকেট নিলেন লেগস্পিনার আদিল রশিদ (Adil Rashid)। দুই পেসার জফ্রা আর্চার (Jofra Archer) এবং মার্ক উড (Mark Wood) দুজনেই ১২ রান দিয়ে তিন উইকেট নেন। ৪৮ রানের লক্ষ্যমাত্রা মাত্র ৩.১ ওভারে তুলে দেন ইংলিশ ব্যাটাররা। ফিল সল্ট (৩ বলে ১২), বাটলার (৮ বলে ২৪*) এবং জনি বেয়ারস্টো (২ বলে ৮*) দ্রুত খেলা শেষ করে দেন।
আরও পড়ুন: ইউরো কাপ নিয়ে এমবাপের মন্তব্যে কটাক্ষ মেসির
এই প্রথম কোনও টেস্ট খেলিয়ে দেশ ১০০ বা তার বেশি বল বাকি থাকতে কোনও টি২০ ম্যাচ জিতল। এই বিশাল ব্যবধানে জেতার পর ইংল্যান্ডের নেট রান রেট মাইনাস থেকে +৩.০১৮ হয়ে গিয়েছে। ফলে চাপে এবার স্কটল্যান্ড। সেই সঙ্গে কিছুটা মুখ পুড়েছে অস্ট্রেলিয়ারও।
England get it done in Antigua 🇦🇬#T20WorldCup | #ENGvOMA | 📝 https://t.co/hrhtHZS64T pic.twitter.com/Jz4FbkIIvE
— ICC (@ICC) June 13, 2024
চির-প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে নিয়ে অজি পেসার জশ হ্যাজলউড বলেছিলেন, ওদের বিশ্বকাপ থেকে ছিটকে দিতে ভালোই লাগবে। প্রশ্ন উঠে গিয়েছিল, তাহলে কি স্কটল্যান্ডের বিরুদ্ধে ঢিলে দিয়ে খেলবে অস্ট্রেলিয়া, যাতে বাটলাররা ছিটকে যান? ওমান ম্যাচের আগে স্কটিশদের থেকে রান রেট কম ছিল ইংলিশদের। সেক্ষেত্রে স্কটল্যান্ড যদি কম রান বা উইকেটের ব্যবধানে হারে, তাহলেও সুপার এইটে যেতে পারত।
কিন্তু ওমান ম্যাচের পর সব হিসেব উল্টে গিয়েছে। ইংল্যান্ড তাদের শেষ ম্যাচ খেলবে নামিবিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে না গেলে অথবা বিরাট কোনও অঘটন না হলে ইংল্যান্ডের জেতার কথা। জিতলে তাদের পয়েন্ট হবে পাঁচ। অন্যদিকে স্কটল্যান্ডের পয়েন্ট এখনই পাঁচ কিন্তু শেষ ম্যাচ তাদের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অঘটন অথবা বৃষ্টিতে ম্যাচ পণ্ড না হলে অজিদেরই জেতার কথা। সেক্ষেত্রে গ্রুপ বি থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে যাবে ইংল্যান্ড।
দেখুন অন্য খবর: