চেন্নাই: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ধ্বংসাত্মক যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) দেখা গিয়েছিল। বাংলাদেশের বিরুদ্ধে বৃহস্পতিবার দেখা গেল সতর্ক, প্রথাগত টেস্ট ব্যাটার যশস্বীকে। এক দিক থেকে উইকেট পড়ে গেলেও তিনি রয়ে গেলেন অবিচল। ৯৫ বল খেলে পূর্ণ করলেন অর্ধশতরান। কাজ অবশ্য শেষ হয়নি তরুণ ওপেনারের, লক্ষ্য আরও এগিয়ে যাওয়া।
বাংলাদেশের হয়ে নজর কাড়লেন পেসার হাসান মাহমুদ (Hasan Mahmud)। পেস বেশি নয়, তাঁর অস্ত্র সুইং। অনেকটা ভুবনেশ্বর কুমারের ধরনের বোলার চারটি উইকেট তুলে নিলেন। নতুন বলে দু’দিকেই সুইং করাতে পারেন। এই ব্যাপারটাই চাপে ফেলল রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিকে (Virat Kohli)।
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে কারা?
চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম বলতে যেমন পরিবেশের কথা মনে আসে, এদিন সেরকম ছিল না আদৌ। মেঘলা আকাশ দেখে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লাঞ্চের মধ্যে রোহিত, বিরাট এবং শুভমান গিল আউট। কাজেই প্রথম সেশন ওপার বাংলার দখলে গিয়েছে। লাঞ্চের পরে জয়সওয়াল এবং ঋষভ পন্থ (Rishabh Pant) টানছিলেন। ৩৯ করার পর অফস্টাম্পের বাইরের বলে খারাপ শট খেলে আউট হলেন বহু দিন পর টেস্ট ক্রিকেটে ফেরা উইকেটকিপার-ব্যাটার। এখন জয়সওয়ালের সঙ্গে ক্রিজে আছেন কে এল রাহুল।
দেখুন অন্য খবর: