কলকাতা: ভেঙে গেল যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) রেকর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে স্টুয়ার্ট ব্রডের (Stuart Broad) এক ওভারে ছ’টা ছয় মেরে ৩৬ রান তুলেছিলেন তিনি। যুবরাজের সেই রেকর্ড ভাঙার নেপথ্যে সামোয়ার (Samoa) দারিয়াস ভিসের (Darius Visser)। টি২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচে ভানুয়াতুর (Bhanuatu) বিরুদ্ধে এক ওভারে ৩৯ রান উঠল। হতভাগ্য বোলারের নাম নালিন নিপিকো (Nalin Nipiko)।
আরও পড়ুন: ভারত-অস্ট্রেলিয়া বিশ্বের সেরা দুই দল: স্মিথ
রেকর্ড সৃষ্টির ম্যাচে ৬২ বলে ১৩২ রান করেছেন ভিসের। তিনি যখন ৪৬ রানে ব্যাট করছিলেন, সে সময় ১৫ তম ওভার করতে আসেন নিপিকো। তাঁকে ছ’বার বাউন্ডারির বাইরে পাঠান ভিসের, সেই সঙ্গে তিনটি নো বল করেন নিপিকো। পঞ্চম বল ডট দেন ভানুয়াতুর বোলার, তবে তার পরের দুটো বল নো করে ফেলেন তিনি। তার দ্বিতীয়টায় ফের ছক্কা হাঁকান ভিসের।
🚨WORLD RECORD CREATED IN MEN’S T20 LEVEL 1 OVER 39 RUNS
Darius Visser scored 39 runs in match between Samoa Vs Vanuatu
(🎥 – ICC)#T20 #T20WorldCup #records #ICC #CricketUpdate #cricketnews pic.twitter.com/sXiyrlxjtE— SportsOnX (@SportzOnX) August 20, 2024
আন্তর্জাতিক টি২০ ম্যাচে এক ওভারে ৩৬ রান করার রেকর্শ শুধুমাত্র যুবরাজ সিংয়ের নেই। ২০০৭ সালের টি২০ বিশ্বকাপে তাঁর ওই তাণ্ডবের পর ২০২১ সালে একই কীর্তি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কায়রন পোলার্ড (Kieron Pollard)। শ্রীলঙ্কার আকিলা ধনঞ্জয়কে ছয় ছক্কা মারেন তিনি। এছাড়াও এই ফর্ম্যাটে এক ওভারে ৩৬ করার কীর্তি আছে দীপেন্দ্র সিং এরি (২০২৪) এবং নিকোলাস পুরানের (২০২৪)। ওডিআইতে এই রেকর্ড আছে দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস এবং আমেরিকার জসকরণ মালহোত্রার।
দেখুন অন্য খবর: