কলকাতা: প্রত্যাশামতোই লখনউ সুপার জায়ান্টসের (LSG) মেন্টর পদে এলেন জাহির খান (Zaheer Khan)। এই পদ ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে (KKR) যোগ দিয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তাঁর জায়গায় এলেন জাহির। ২৮ অগাস্ট প্রাক্তন ভারতীয় পেসারের যোগদান করার খবর প্রকাশ করলেন দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা (Sanjeev Goenka)। লখনউ ফ্র্যাঞ্চাইজির তরফেও পোস্ট করা হয়েছে সেই ছবি।
নতুন ফ্র্যাঞ্চাইজিতে নতুন দায়িত্ব পেয়ে খুশি জাহির। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ভিডিওতে তিনি বললেন, স্মাইল করুন, আমি এখন লখনউতে আছি। এক নামী ক্রীড়া সংবাদমাধ্যম সূত্রে খবর, মেন্টরশিপের পাশাপাশি লখনউয়ের বোলিং কোচের দায়িত্বও পালন করবেন জাহির। কারণ এতদিন সেই পদে থাকা মর্নি মর্কেল ভারতের জাতীয় দলের বোলিং কোচ হয়েছেন।
আরও পড়ুন: টেস্টের প্রতি বাড়তি নজর, জানালেন নয়া আইসিসি চেয়ারম্যান
Zaheer, Lucknow ke dil mein aap bohot pehle se ho 🇮🇳💙 pic.twitter.com/S5S3YHUSX0
— Lucknow Super Giants (@LucknowIPL) August 28, 2024
জাহির ছাড়াও লখনউয়ের কোচিং সেট আপে থাকছেন লান্স ক্লুজনার এবং অ্যাডাম ভোজেস। ২০২৪ সালে অ্যান্ডি ফ্লাওয়ারকে সরিয়ে হেড কোচ পদে এসেছিলেন জাস্টিন ল্যাঙ্গার (Justin Langer)। তাঁর অধীনে গত মরসুমে নেট রান রেটে পিছিয়ে থাকায় প্লে অফের যোগ্যতা অর্জন করতে পারেনি এলএসজি।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) সঙ্গে যুক্ত ছিলেন জাহির। প্রথমে ডিরেক্টর অফ ক্রিকেট পদে ছিলেন, পরবর্তীতে গ্লোবাল ডেভেলপমেন্ট হেড হয়ে যান। তাঁর আমলেই ২০১৯ এবং ২০তে পরপর দু’বার চ্যাম্পিয়ন হয় রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই।
দেখুন অন্য খবর: