Placeholder canvas

Placeholder canvas
HomeদেশModi-Naveen Meet | তৃতীয় ফ্রন্টে নেই নবীন, সমদূরত্ব রেখে একাই লড়বেন লোকসভায়

Modi-Naveen Meet | তৃতীয় ফ্রন্টে নেই নবীন, সমদূরত্ব রেখে একাই লড়বেন লোকসভায়

Follow Us :

নয়াদিল্লি ও ভুবনেশ্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ শেষে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ২০২৪-এর লোকসভা ভোটে কোনও জোটে তিনি নেই। তৃতীয় ফ্রন্টে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। তিনি সকলের সঙ্গে সমদূরত্ব নীতি নিয়ে চলবেন। আগামী বছর লোকসভা নির্বাচনে বিজু জনতা দল বা বিজেডি একাই লড়বে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎকে তিনি সৌজন্যমূলক বলে ব্যাখ্যা করেন।

মোদি-নবীন বৈঠকের মাত্র ৪৮ ঘণ্টা আগেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব দেখা করেন বিজেডি নেতার সঙ্গে। সেখানে অ-বিজেপি আঞ্চলিক দলগুলিকে জোট বাঁধার প্রস্তাব দেন জেডিইউ নেতা। তার আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ওড়িশায় গিয়ে নবীনের সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু, তৃতীয় বিকল্প জোট গঠনের প্রস্তাব নাকচ করে দিলেন নবীন পট্টনায়ক। তিনি বলেন, আমি যতদূর জানি তৃতীয় ফ্রন্ট গঠনের সম্ভাবনা নেই। অন্তত এখন নয়।

আরও পড়ুন: Karnataka Vote Results 2023 | কুমারস্বামী ‘হাত’ ধরবেন, না ‘পদ্ম’, জানেন অন্তর্যামী

বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে সমদূরত্ব বজায় রাখার নীতি নিয়েই চলবে নবীনের দল। লোকসভা এবং বিধানসভা দুই ভোটেই তারা একা লড়াই করবে বলে জানিয়ে দেন তিনি। তাঁর কাছে জানতে চাওয়া হয়, তাহলে বিজেডি কি আসন্ন নির্বাচনগুলিতে একাই লড়বে? এর জবাবে নবীন বলেন, দিল্লির রাজনীতির দিকে না তাকিয়ে তিনি কোনও জাতীয় দলেরই পক্ষাবলম্বন করবেন না। এটাই তাঁর দলের নীতি।

ওড়িশার রাজনীতি নবীন পট্টনায়কের জনপ্রিয়তা গগনচুম্বী। ২০০০ সাল থেকে ৭৬ বছর বয়সি এই রাজনীতিক মুখ্যমন্ত্রীর আসনে রয়েছেন। বর্তমানে লোকসভায় বিজেডির এমপি সংখ্যা ১২ এবং রাজ্যসভায় ৮। তাই তাঁকে নরেন্দ্র মোদিকে উৎখাতের লড়াইয়ে বিরোধীরা পাশে পেতে উদগ্রীব। কিন্তু, সে আশায় প্রায় পাকাপাকি জল ঢেলে দিলেন পট্টনায়ক। নীতীশের আগে গত ২৩ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় ভুবনেশ্বরে নবীনের বাড়িতে গিয়ে দেখা করে আসেন। সেই সাক্ষাতের পরেও বিজেডি সুপ্রিমো ভবিষ্যতের রাজনৈতিক আঁতাঁতের সম্ভাবনা নাকচ করে দেন।

প্রধানমন্ত্রীর তাঁর সাক্ষাৎ প্রসঙ্গে নবীন বলেন, তিনি ওড়িশার দাবিদাওয়া নিয়ে কথা বলেছেন। আমি তাঁকে পুরীতে শ্রীজগন্নাথ আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির বিষয়ে কথা বলেছি। বিমানবন্দরের সীমানা ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে। ভুবনেশ্বর শহরকেই আড়েবহরে বাড়ানোর প্রস্তাব দিয়েছি। প্রধানমন্ত্রী আমাকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন, বলেন নবীন।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলার ৪২ | ঘাটালে কোন দল এগিয়ে?
05:59
Video thumbnail
আজকে (Aajke) | অমিত শাহের ভোট প্রচার মানে মিথ্যের ফুলঝুরি
10:46
Video thumbnail
Fourth Pillar | মোদিজির পায়ের তলায় ধস নামছে, উন্নয়ন নয়, এবার হিন্দু-মুসলমান খেলায় নেমে পড়েছেন
15:25
Video thumbnail
বাংলা বলছে | চাকরি বাতিল, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার ও SSC
53:28
Video thumbnail
Politics | পলিটিক্স (24 April, 2024)
15:13
Video thumbnail
Abhishek Banerjee | বিজেপি দলটাকে উঠিয়ে দেব: অভিষেক
10:43
Video thumbnail
নারদ নারদ | তৃণমূলপ্রার্থীর প্রচারে গিয়ে বিরোধী সুকান্তর প্রশংসা! দেবের মন্তব্যে শোরগোল রাজনীতিতে
15:36
Video thumbnail
Stadium Bulletin | Sachin Tendulkar | কালের মন্দিরা 'শচীন'
26:44
Video thumbnail
Sera 10 | ভোটের আগে ভাটপাড়ায় মিষ্টির ড্রামে ৪৭টি তাজা বোমা উদ্ধার
15:20
Video thumbnail
District Top News | দেখে নিন আজকের জেলার গুরুত্বপূর্ণ খবরগুলি
13:56