Placeholder canvas

Placeholder canvas
HomeBrain Eating Amoeba | অ্যামিবা খেয়ে নিয়েছে শিশুর মাথা, দীর্ঘ লড়াইয়ের পর...
Array

Brain Eating Amoeba | অ্যামিবা খেয়ে নিয়েছে শিশুর মাথা, দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে মৃত্যু

Follow Us :

নিউ ইয়র্ক: দীর্ঘ একসপ্তাহ ধরে সংক্রমণ ও মাথা ব্যথা সহ্য করার পর অবশেষে প্রাণ গেল বছর দুয়েকের এক শিশুর। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল মেনিনজাইটিসের কারণে শিশুটির মৃত্যু হয়েছে। কিন্তু পরে জানা যায় এটা অন্য কোনও অসুখ না জলজ পোকা অ্যামিবা (Brain-Eating Amoeba) খেয়ে নিয়েছে শিশুটির মাথা। আর তার ফলেই শিশুর মৃত্যু হয়। 

মার্কিন যুক্তরাষ্ট্রের বান্ডি পরিবারের সন্তান ওই বছর দু’য়েকের শিশুটির। মৃত্যুর কথা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন তার মা লেখেন , এক সপ্তাহ ধরে তাঁর ২ বছরের ছেলে উড্রো টার্নার বান্ডি সর্দি, বমি, মাথা ব্যথায় ভুগছিল। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক ভাবে ফ্লু ভেবে চিকিৎসা করানো হয় তার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে উড্রোর হ্যালুসিনেশন শুরু হয় এবং পরবর্তীতে কোমায় চলে যায়।  এরপর আরও  পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যায় শিশুটির ব্রেন খেয়ে নিয়েছে অ্যামিবা। ওই হাসপাতালেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। 

এদিকে ওই ফেসবুক পোস্টে শিশুটির মা অভিযোগ করে বলেন, তাঁর সন্তানের মস্তিষ্কে অ্যামিবা সংক্রমণের বিষয়টি জানার পর চিকিৎসকেরা শিশুটির বাঁচানোর বিশেষ কোনও চেষ্টা করেননি এবং সিডিসি-র তরফেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। 

অ্যামিবা আদতে কী?

সিডিসি-র মতে, নেইগ্লিরিয়া ফোওলেরি এক ধরনের অ্যামিবা। এটি মূলত নদী, হ্রদ বা উষ্ণ প্রস্রবণের স্বচ্ছ গরম জলে পাওয়া যায়। সেই জলে স্নান করলে নাক দিয়ে শরীরের ভিতর ঢোকে নেইগ্লিরিয়া ফোওলেরি। তারপর সেটি সরাসরি মস্তিষ্কে বাসা বাঁধে। মস্তিষ্কে সংক্রমণ ছড়ায়। তাই এটিকে এককথায় বলে, ব্রেন-খেকো অ্যামিবা। 

 

RELATED ARTICLES

Most Popular