Placeholder canvas

Placeholder canvas
Homeদেশক্যাপ্টেনের মধ্যাহ্নভোজে আমন্ত্রণ পেলেন না ‘ওপেনার’ সিধু

ক্যাপ্টেনের মধ্যাহ্নভোজে আমন্ত্রণ পেলেন না ‘ওপেনার’ সিধু

Follow Us :

চন্ডীগড়: উপর থেকে দেখলে মনে হবে বিরোধ মিটেছে৷ কিন্তু ক্যাপ্টেনের মনের ভেতর হয়তো এখনও জ্বলছে বিদ্রোহের আগুন৷ নইলে ২১ জুলাই পঞ্জাব (Punjab) কংগ্রেসের সব বিধায়ক ও সাংসদদের মধ্যাহ্নভোজে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Amarinder Singh) আমন্ত্রণ জানালেও বাদ পড়েছেন সিধু৷ কেবল নভজ্যোত সিং সিধুর (Navjot Singh Sidhu) বাড়িতে এখনও পর্যন্ত পৌঁছয়নি ক্যাপ্টেনের আমন্ত্রণ৷ যা থেকে দুই নেতার বিরোধ মিটমাট না হওয়ারই ইঙ্গিত পাচ্ছে রাজনৈতিক মহল৷

আরও পড়ুন: গোমূত্রের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে আটক, ঘণ্টাখানেকের মধ্যে সমাজকর্মীকে মুক্তির নির্দেশ

গত রবিবার সুনীল ঝাখারকে সরিয়ে পঞ্জাব কংগ্রেসের মাথায় সিধুকে বসান দলনেত্রী সোনিয়া গান্ধী৷ সিধু ছাড়া আরও চার জনকে কার্যনির্বাহী সভাপতি করেন সোনিয়া৷ তাঁরা হলেন, সঙ্গত সিং গিলজিয়ান, সুখবিন্দর সিং ড্যানি, পবন গোয়েল এবং কুজিত সিং নাগরা৷ এদিকে আগামী বছর পঞ্জাবে বিধানসভা নির্বাচন৷ সিধুকে সংগঠনের মাথায় বসিয়ে নেতৃত্ব বুঝিয়ে দিয়েছে তাঁর নেতৃত্বে নির্বাচন লড়বে কংগ্রেস৷

সিধুর প্রোমোশনে খুশি হননি অমরিন্দর সিং৷ আগেই দলনেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি এ ব্যাপারে সতর্ক করেছিলেন৷ পাশাপাশি রাজ্য ও রাজ্য সরকারের কাজে হাইকমান্ডের অত্যাধিক নাক গলানো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন৷ সূত্রের খবর চিঠিতে তিনি লিখেছিলেন, পঞ্জাবের পরিস্থিতি বোঝা উচিত হাইকমান্ডের৷ এভাবে নেতৃত্ব বদল করাটা উচিত হবে না৷ রাজ্য ও সরকারের উপর এর প্রভাব পড়বে৷

আরও পড়ুন: ‘আমরা জানতাম..’, ফোন হ্যাকিং নিয়ে মোদিকে বিঁধলেন রাহুল

এদিকে অমরিন্দরের সঙ্গে সিধুর টানাপড়েনে ইতি টানতে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনারকে প্রদেশ কংগ্রেস সভাপতি করে দল৷ সূত্রের খবর, দলের সিদ্ধান্ত মন থেকে মেনে নিতে পারেননি অমরিন্দর৷ দলনেত্রীকে পরিস্কার জানিয়ে দিয়েছেন, সিধু অনেকবার তাঁকে আক্রমণ করেছেন৷ প্রকাশ্যে ক্ষমা না চাইলে তিনি সিধুর সঙ্গে দেখা করবেন না৷ ক্যাপ্টেনের পাশে এসে দাঁড়িয়েছেন ১০ জন বিধায়ক৷ ওই বিধায়কদের বক্তব্য, অমরিন্দর রাজ্যবাসীর পছন্দের নেতা৷ তাঁর দায়িত্ব কেড়ে নেওয়া হলে ফল ভুগতে হবে কংগ্রেসকে৷

RELATED ARTICLES

Most Popular

Recent Comments