Placeholder canvas

Placeholder canvas
HomeদেশCongress : বিজেপির বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে হবে, চিন্তন বৈঠক থেকে...

Congress : বিজেপির বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে হবে, চিন্তন বৈঠক থেকে রূপরেখা আঁকলেন কংগ্রেস নেতারা

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য তারাই মূল প্রতিপক্ষ। আঞ্চলিক দল থাকলেও কংগ্রেসকে বাদ দিয়ে লড়াই সম্ভব নয়। তাই দলীয় কর্মীদের সেই লড়াই কোমর বেঁধে করতে হবে। তিন দিনের চিন্তন বৈঠক শেষে এভাবেই কংগ্রেস কর্মীদের ভোকাল টনিক দেওয়ার চেষ্টা করলেন সভানেত্রী সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী।

রাহুলের স্পষ্ট ইঙ্গিত আঞ্চলিক দল থাকলেও কংগ্রেসই একমাত্র বিজেপি বিরোধী লড়াইকে মজবুত করতে পারে। তাই দলীয় কর্মীদের উচিত আরও দৃঢ় এবং জোট বেঁধে সেই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়া।

কংগ্রেস কর্মীদের উদ্দেশে রাহুলের স্পষ্ট বার্তা, বিজেপি আমলে দেশে বেকারত্ব বেড়েছে, অর্থনীতি ধসে গিয়েছে সাধারণ মানুষ বিপর্যয়ের মধ্যে পড়েছে। এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়ে বিজেপি বিরোধী লড়াইকে আরও মজবুত করতে হবে।

আরও পড়ুন- Manik Saha: মুখ্যমন্ত্রীর শপথে অনুপস্থিত উপ-মুখ্যমন্ত্রী! মানিকের দাবি, ত্রিপুরা বিজেপি সুখী পরিবার

তিন দিনের বৈঠক শেষে কংগ্রেসের মূল টার্গেট যে বিজেপি তা স্পষ্ট হয়ে গিয়েছে। চিন্তন বৈঠকে বিজেপি বিরোধী সুর এবং লড়াই যে একমাত্র পথ সে বিষয়েও কংগ্রেস নেতা কর্মীরা একমত হয়েছেন। আগামিদিনে বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে নিয়ে যাওয়ার বার্তাকে সামনে রেখে জোটবদ্ধ হয়ে লড়াইয়ের রূপরেখা এঁকেছেন কংগ্রেস নেতারা

RELATED ARTICLES

Most Popular