Placeholder canvas

Placeholder canvas
HomeScrollদ্রাবিড়ের মন্তব্যে ঈশানকে নিয়ে ফের ধোঁয়াশা  
Ishan Kishan

দ্রাবিড়ের মন্তব্যে ঈশানকে নিয়ে ফের ধোঁয়াশা  

এদিকে ভরত ব্যাট হাতে দিনের পর দিন ছড়িয়ে চলেছেন

Follow Us :

কলকাতা: উইকেটকিপিংয়ে উন্নতি হলেও ব্যাট হাতে এখনও ভরসা জোগাতে ব্যর্থ কে এস ভরত (KS Bharat)। ঋষভ পন্থ (Rishabh Pant) এখনও সুস্থ নন, স্বাভাবিকভাবেই ভারতের টেস্ট দলের উইকেটকিপার হিসেবে ঈশান কিষানের (Ishan Kishan) নাম উঠে আসছে। কিন্তু ঈশানকে নিয়ে বেশ কিছু দিন ধরে চলছে ধোঁয়াশা। তাঁকে শৃঙ্খলাজনিত কারণে দলের বাইরে রাখা হয়েছে, এমন কথা রটে গিয়েছিল। কিন্তু হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) সেই জল্পনা উড়িয়ে দেন। কিন্তু পাশাপাশি এও বলেন, দলে ফিরতে গেলে তাঁকে ক্রিকেট খেলে ফিরতে হবে।

এরপর নতুন করে জল্পনা ছড়ায়, তাহলে কি ঈশানকে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দিচ্ছেন দ্রাবিড়? ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বাঁ-হাতি ব্যাটার-উইকেটকিপারকে খেলানো হবে কি না সেই প্রশ্নে ফের ধোঁয়াশা মাখা উত্তর দিলেন হেড কোচ। তিনি এটা স্পষ্ট করে দিয়েছেন চলতি টেস্ট সিরিজে ঈশানকে বিবেচনা করছে না টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: তৃতীয় টেস্টের আগে বিরতিতে আবু ধাবি গেল ইংল্যান্ড

দ্রাবিড় বলেন, “প্রত্যেকে এবং সবার ফেরার রাস্তা আছে। ঈশান কিষানকে নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। এটা আগে যতটা ভালো করে সম্ভব ব্যাখ্যা করেছি যে ও ছুটি চেয়েছিল, আমরা ছুটি দিয়েছিলাম।” ঈশানের ফেরা নিয়ে দ্রাবিড় বলেন, “ও যখন তৈরি থাকবে তখন ডাকা হবে। আমি বলিনি ওকে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে, আমি বলেছি যখন ও তৈরি থাকবে। ওকে খানিকটা ক্রিকেট খেলে ফিরতে হবে। এবার ওকে বেছে নিতে, আমরা জোর করছি না।”

প্রশ্ন হল, ভারতের যে আন্তর্জাতিক সূচি তাতে ঘরোয়া ক্রিকেট খেলা ছাড়া আর কোনও পথ ঈশানের জন্য খোলা নেই। আর আছে আইপিএল (IPL 2024), কিন্তু তা টেস্ট সিরিজের পরে, ফলে জাতীয় দলে এখনই কামব্যাক করা হবে না ঈশানের। এদিকে ভরত ব্যাট হাতে দিনের পর দিন ছড়িয়ে চলেছেন। দ্রাবিড় নিজেই স্বীকার করেছেন, ব্যাটিং আরও ভালো হতে পারত তাঁর।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular

Recent Comments