Placeholder canvas

Placeholder canvas
Homeকলকাতাটানা নয় দিনে সংক্রমণ ১০০’র কোঠা পার, উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা ও উত্তর...

টানা নয় দিনে সংক্রমণ ১০০’র কোঠা পার, উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা

Follow Us :

কলকাতা: পুজোর আগেই চিন্তা বাড়াচ্ছে করোনার তৃতীয় ঢেউ। টানা ৯ দিনে কলকাতায়  করোনা সংক্রমণের হার একশো’র কোঠা পার করল। রাজ্যে স্বাস্থ্য দফতরের মেডিক্যাল বুলেটিন সূত্রে খবর, গত ২৪ ঘন্টায় রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৫৪ হাজার ৬৫২।  মৃত্যু হয়েছে ১৮ হাজার ৫৪২ জন।  বৃহস্পতিবার কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ১১৮ জন। সেইসঙ্গে কলকাতা সংলগ্ন উত্তর ২৪ পরগনাতেও আক্রান্ত হয়েছেন ১১১ জন। এছাড়াও দক্ষিণ ২৪ পরগণা ও নদিয়াতে আক্রান্ত হয়েছেন ৫৪ জন। হুগলিতে আক্রান্ত ৪৬ জন।

রাজ্যে গত ২৪ ঘন্টায় ৭২৪ জন সংক্রমণে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৮ জনের। যারমধ্যে কলকাতাতেই মৃত্যু হয়েছে ২ জনের। এছাড়াও উত্তর ২৪ পরগনায় ৪ জনের। যথাক্রমে ১ জন করে মৃত্যু হয়েছে পূর্ব বর্ধমান ও নদিয়াতে।

গত ২৪ ঘন্টায় রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮২৪৬। সুস্থতার হার বর্তমানে ৯৮.২৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় রাজ্যে ৩৯ হাজার  ৩৩০ টি নমুনা পরীক্ষা হয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত সর্বমোট ১ কোটি ৭৩ লক্ষ ৫৩ হাজার ২১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।

গত ৯ দিনে কলকাতায় এবং  উত্তর ২৪ পরগনায় সংক্রমণ যেভাবে লাফিয়ে বাড়ছে, তা নিয়ে উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্য দফতর।

 

RELATED ARTICLES

Most Popular