Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকDhaka Rickshaw Puller Mansur: ঢাকার রিকশওলা মনসুর আর একটা পুরনো গিটার

Dhaka Rickshaw Puller Mansur: ঢাকার রিকশওলা মনসুর আর একটা পুরনো গিটার

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: আমি যে রিস্কাওলা দিন কি এমনি যাবে? ঢাকার ফুলার রোডের বাড়ি থেকে বেরিয়ে রিকশ টানতে টানতে মনে মনে কি এই সুরই ধরেন সারওয়ার মনসুর? কে জানে। প্রতিদিনের রুজিরুটির তাগিদে, জীবনজীবিকা চালাতে মনসুর মিঞা প্যাডেলে চাপ দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফুলার রোডের বাড়ি থেকে রিকশ চলে হয়ত বা রমনার দিকে।

ভাল নাম সারওয়ার মনসুর। বয়স কত হবে, তা এই ধরেন তিরিশের কোঠায়। সারওয়ার মনসুর রাজধানী ঢাকার একজন রিকশচালক। রিকশ চালিয়েই তাঁর দিন আনা দিন খাওয়া। সারওয়ার মনসুরের মত এ’রকম অসংখ্য মানুষ আছেন ঢাকা শহরে যাঁরা প্রতিদিন রিকশ টানছেন। কিন্তু তাঁদের নিয়ে কি ব্লগ লেখা হয়? সোশাল মিডিয়ায় কি আলোচনার তুফান ওঠে? না ওঠে না। কিন্তু সারওয়ার মনসুর কে লেখা হয়। মনসুরের গিটার নিয়ে আলোচনা হয়।

বৈশাখের এই তপ্ত দিনের শেষে কখনও রিকশ থামিয়ে মনসুর হাতে তুলে নেন তাঁর প্রিয় গিটার। গুনগুন করেন। একটা দু’টো তারে অল্প সুর লাগান। তারপর গেয়ে ওঠেন হেডি ওয়েস্টের লোকগান ‘ফাইভ হানড্রেড মাইলস’। স্পষ্ট উচ্চারণ। নিখুঁত সুর। চোখ বুঁজে মনসুরের গায়কি শুনলে বোঝা যাবে না তাঁর কন্ঠ কোনও এক বাঙালির। অবলীলায় এক সুর থেকে আরেক সুরে গমন। চলনও। গিটারের হাতটিও চমৎকার। ততক্ষণে ঢাকার রাস্তায় ভিড় জমে গিয়েছে। গাড়ি থামিয়ে কেউ অবাক হয়ে শুনছেন মনসুরের গান। কেউ মোবাইলে তুলে রেখে দিচ্ছেন। মনসুর চোখ বন্ধ করে গেয়ে চলেছেন, ইফ য়্যু মিস দ্য ট্রেন আই অ্যাম অন, ইউ উইল নো দ্যাট আই অ্যাম গন, ইউ ক্যান হিয়ার দ্য হুইশল ব্লো আ হান্ড্রেড মাইলস্…

আরও পড়ুন- World Book Day 2022: বই-দিবসে পুরনো পাতার ভাঁজে অক্ষরের নস্টালজিক ঘ্রাণ

ঢাকা শহরে সন্ধে নামে। সব পাখি ঘরে ফেরে। মনসুরের গিটারের সুর, মনসুরের রিকশ এঁকেবেঁকে ছুটে চলে।

RELATED ARTICLES

Most Popular