Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent Newsবিচারকের রহস্যমৃত্যুর তদন্তে সিট গঠন করল ধানবাদ পুলিশ

বিচারকের রহস্যমৃত্যুর তদন্তে সিট গঠন করল ধানবাদ পুলিশ

Follow Us :

ধানবাদ: বুধবার সকালে অটোর ধাক্কায় মৃত্যু হয় ধানবাদের জেলা বিচারক উত্তম আনন্দের। ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। ওই সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি অটো এসে পিছন থেকে ধাক্কা মারে বিচারককে। ফুটেজ দেখে পুলিশের অনুমান ইচ্ছেকৃত ভাবে ধাক্কা মারা হয়েছে বিচারককে।

বৃহস্পতিবারই এই ঘটনার মামলা দায়ের করা হয় সুপ্রিম কোর্টে। দেশের প্রধান বিচারপতি এনভি রামানা জানিয়েছেন, তিনি ঝাড়খণ্ডের হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে কথা বলেছেন। হাইকোর্ট ঘটনার তদন্ত-ভার ধানবাদ পুলিশকে দিয়েছে। একটি নোটিসও দেওয়া হয়েছে।  ঝাড়খণ্ড আদালত তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে। তদন্ত কোন গতিতে এগোচ্ছে আদালতকে তার আপডেটও দিতে বলা হয়েছে। আদালতের নির্দেশের পর একটি স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছে ধানবাদ পুলিশ।

আরও পড়ুন- ধানবাদে বিচারকের রহস্যমৃত্যু, খুনের জল্পনা উস্কে দিল সিসিটিভি’র ফুটেজ

ফুটেজে যে অটোটিকে দেখা গিয়েছে তাকে চিহ্নিত করতে পেরেছে পুলিশ। অটোটিকে উদ্ধার করা হয়েছে গিরিডি থেকে। জানা গিয়েছে অটোটির মালিক সুগনি দেবী। তাঁর দাবি, ঘটনার আগের দিন অটোটি চুরি গিয়েছে। ইতিমধ্যেই পুলিশ এবং ফরেনসিক বিশেষজ্ঞরা অটোটির পরীক্ষা-নিরীক্ষা করেছেন।

আরও পড়ুন- হাইকোর্টের পর্যবেক্ষণে বিচারক উত্তম আনন্দের মৃত্যুর তদন্তের নির্দেশ দিল ঝাড়খণ্ডের আদালত

বিচারক উত্তম আনন্দের এজলাসে বিখ্যাত রঞ্জিত সিংহ হত্যা মামলার শুনানি চলছিল। ওই মামলার অন্য়তম অভিযুক্ত আমন সিং। যার জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক উত্তম আনন্দ। ঝাড়খণ্ডে কিডন্য়াপ আর তোলাবাজির ঘটনা মানেই এখন আমন সিং। অটো ধাক্কার ঘটনাও আমনের জামিন খারিজ হয়ে যাওয়ার পরেই। পুুলিশ এই সব দিকগুলিই খতিয়ে দেখছে।

এই ঘটনায় ঝাড়খণ্ড স্টেট বার কাউন্সিলের তরফ থেকে এই সিসিটিভি ফুটেজ নিয়ে সংশয়ও প্রকাশ করা হয়। বলা হয়, সিসিটিভি ফুটেজ টি আদতে ভিডিও মনে হচ্ছে। যে ভিডিও করছে সে যেন আগে থেকেই জানত। এছাড়াও বলা হয়েছে  বিচারকের সঙ্গে এই ধরনের ঘটনা প্রত্যেকের নিরাপত্তার উপর প্রশ্ন তোলা তুলছে। এছাড়াও বলা হয়েছে যত দ্রুত সম্ভভ এই মামলার নিস্পত্তি করার কথা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments