Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাHoli Special Train: হোলিতে কলকাতা-পুরী স্পেশাল ট্রেন, বিস্তারিত জেনে নিন

Holi Special Train: হোলিতে কলকাতা-পুরী স্পেশাল ট্রেন, বিস্তারিত জেনে নিন

Follow Us :

কলকাতা: হোলি (Holi Utsav) উপলক্ষে স্পেশাল ট্রেন (Special Srain) চালানোর সিদ্ধান্ত পূর্ব রেলের (Eastern Railway)। বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে রেল (Rail) জানিয়েছে, হোলির সময় অতিরিক্ত ভিড় এড়াতে কলকাতা এবং পুরীর মধ্যে একটি বিশেষ ট্রেন চালু করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী ৫ থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রতি রবিবার একটি করে ট্রেন কলকাতা থেকে পুরী যাবে। পুরী স্পেশাল ট্রেন কলকাতা থেকে ছাড়বে রাত ১১টা ৪০ মিনিটে। পুরী গিয়ে পৌঁছবে পরের দিন সকাল ৯টা ৩৫ মিনিটে। একইভাবে ৬ থেকে ২৭ মার্চ পর্যন্ত প্রতি সোমবার একটি করে পুরী স্পেশাল ট্রেন পুরী থেকে কলকাতায় আসবে। সেই ট্রেনটি প্রতি সোমবারই বিকেল ৩টে ৫০ মিনিটে পুরী থেকে ছাড়বে। কলকাতা এসে পৌঁছবে রাত ২টোয়। ট্রেনগুলি আপ এবং ডাউনে ভট্টনগর, আন্দুল, খড়গপুর, বালাসোর, ভদ্রক, জয়পুর, কটক, ভুবনেশ্বর, খুরদা রোড স্টেশনে থামবে। 

আরও পড়ুন:Recruitment Scam: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে জেলবন্দি মানিক

পূর্ব রেল জানিয়েছে, কলকাতা-পুরী হোলি স্পেশাল ট্রেনটির টিকিট ২ মার্চ থেকে পাওয়া যাবে। বুকিং কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট কাটার ব্যবস্থা রয়েছে বলে রেল জানিয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments