Placeholder canvas

Placeholder canvas
Homeলাইফস্টাইলপ্রাচীন রীতি মেনে আজও দত্তপুকুরের দত্ত বাড়িতে পূজিতা হন দেবী দুর্গা

প্রাচীন রীতি মেনে আজও দত্তপুকুরের দত্ত বাড়িতে পূজিতা হন দেবী দুর্গা

মা দুর্গার বাহনের শরীরের গঠন হবে সিংহের কিন্তু মুখ থাকবে ঘোড়ার মত

Follow Us :

দত্তপুকুর: আজ থেকে প্রায় চারশো বছর আগে পুজো (Puja) শুরু হয়েছিল। প্রাচীন রীতি মেনে আজও দত্তপুকুরের দত্ত বাড়িতে পূজিতা হন দেবী দুর্গা (Devi Durga)। শুধু তাই নয়, এই বাড়ির প্রতিমাতেও রয়েছে বিশেষত্ত্ব। এবছর দত্ত পরিবারের দুর্গাপুজো (Durga Puja 2023) ৩৯৩ বছরে পড়ল। কথিত আছে, মা দুর্গার (Maa Durga) বাহনের শরীরের গঠন হবে সিংহের কিন্তু মুখ থাকবে ঘোড়ার মত, এমনই স্বপ্নাদেশ পেয়েছিলেন জটাধারি দত্ত। সেই মতোই প্রতিমা তৈরি হয়। এবছর ১২ তম বংশধরের হাতে রয়েছে পুজোর ভার।

পরিবার সূত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির জেরে অধুনা বাংলাদেশ থেকে প্রায় ৪০০ বছর আগে এপার বাংলার দত্তপুকুরের নিবাধুই এলাকায় চলে এসেছিলেন জটাধারি দত্ত। তিনিই দত্ত পরিবারের প্রথম দুর্গাপুজো শুরু করেছিলেন। স্থানীয়দের কথায়, রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নায়েব হয়ে জটাধারি দত্ত এলাকায় একাধিক পুকুর খনন করিয়েছিলেন। দত্তদের একাধিক পুকুর থাকায় মানুষের মুখে মুখে জনপদটির নামকরন হয়েছিল দত্তপুকুর।

আরও পড়ুন: চক্রবর্তী বাড়িতে শিকলে বেঁধে দেবী দুর্গার আরধনা হয়

বিসর্জনের সময় চণ্ডিমন্দিরের বেদি থেকে দেবী উঠিয়ে নিয়ে যাওয়ার মুহুর্তে বংশের প্রবীন গৃহবধূ বেদিতে দই ঢালেন। যতক্ষন না মায়ের বিসর্জন হয় ততক্ষন বেদির সামনে সেই দইয়ে হাত দিয়ে বসে থাকেন তিনি। পুজো প্রসঙ্গে পরিবারের এক সদস্য বলেন, “মহালয়ার পরের দিন থেকে নবমী পর্যন্ত আমি বংশের নিয়ম মেনে আতপ চালের সিদ্ধ ভাত খাই।” আরেক সদস্যের কথায়, “দত্তপুকুরের মধ্যে আমাদের বাড়ির পুজোটাই প্রাচীন। পারিবারিক এই পুজো ঘিরে দত্তপুকুরের মানুষদের একটা উৎসাহ রয়েছে।”

দেখুন আরও অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular

Recent Comments