Placeholder canvas

Placeholder canvas
HomeModi-Pichai Meets | গুজরাতে বিনিয়োগ করবে গুগল, মোদির সঙ্গে সাক্ষাতের পর বললেন...
Array

Modi-Pichai Meets | গুজরাতে বিনিয়োগ করবে গুগল, মোদির সঙ্গে সাক্ষাতের পর বললেন পিচাই

Follow Us :

ওয়াশিংটন: মার্কিন সফরে গিয়ে গুগল কর্তা সুন্দর পিচাইয়ের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাক্ষাতের পরই ভারতে গুগলের নতুন পরিকল্পনা নিয়ে ঘোষণা পিচাইয়ের। শুক্রবার গুগল কর্তা জানিয়ে দিলেন শিগগিরিই  গুজরাতে ফিনটেক অপারেশন সেন্টার তৈরি করবে গুগল।

ওয়াশিংটনে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করেন পিচাই। এরপরই তাঁর মুখে শোনা যায় মোদির ডিজিটাল ইন্ডিয়া ভাবনার ভূয়সী প্রশংসা। পিচাই বলেন, মোদির ভাবনা চিন্তা তাঁর সময়ের চেয়ে অনেক এগিয়ে। অন্যান্য দেশগুলি এটি অনুসরণ করছে।

আরও পড়ুন: Emergency Teaser | Kangana Ranaut | প্রকাশ্যে কঙ্গনার ‘এমার্জেন্সি’র টিজার, কবে রিলিজ জেনে নিন

গুগল কর্তা সুন্দর পিচাই মোদির মার্কিন সফরের শেষ দিনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।  তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সম্মানের। আমরা প্রধানমন্ত্রীকে জানিয়েছি যা গুগল ভারতের ডিজিটালাইজেশন ফান্ডে ১০ বিলিয়ন বিনিয়োগ করছে। আমরা গুজরাতের গিফ্ট (GIFT) সিটিতে গ্লোবাল ফিনটেক অপারেশন সেন্টার খুলতে চলেছি। 

এদিকে ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগ্যান বিল্ডিং অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে ইউনাইটেড স্টেটস ইন্ডিয়ান কমিউনিটি ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন গায়িকা মেরি মিলবেন ভারতের জাতীয় সঙ্গীত জন গণ মন গাইলেন। পরে মোদির পা ছুঁয়ে আশীর্বাদও চাইলেন তিনি। অনুষ্ঠানের আগে মিলবেন বলেছিলেন, প্রধানমন্ত্রী মোদীর জন্য ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করতে পেরে তিনি সম্মানিত।  

RELATED ARTICLES

Most Popular