Placeholder canvas

Placeholder canvas
Homeলাইফস্টাইলInfluenza | দেশে ফের দাপট বাড়াচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস! দেশে মৃত্যু ৯

Influenza | দেশে ফের দাপট বাড়াচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস! দেশে মৃত্যু ৯

Follow Us :

নয়াদিল্লি: দেশে এবার ফের দাপট বাড়াচ্ছে ইনফ্লুয়েঞ্জা (Influenza) ভাইরাস। H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে (Virus) আক্রন্ত হয়ে পুনের পিম্পরি-চিঞ্চওয়াডে একজন ৭৩ বছর বয়সী ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, ওই ব্যক্তি আগের থেকেই হৃদ রোগে ভুগছিলেন। 

দেশে এখনও পর্যন্ত এই ভাসরাসের জেরে আক্রন্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৯ এ দাঁড়িয়েছে। রিপোর্ট অনুযায়ী, একজন ৮২ বছর বয়সী কর্ণাটকের এক ব্যক্তি প্রথম H3N2 আক্রান্ত হয়ে মৃত্যু হয়। স্বাস্থ্য মন্ত্রকের শেয়ার করা রিপোর্ট অনুযায়ী, ২ জানুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত দেশে H3N2 ভাইরাসের ৪৫১ টি কেস রিপোর্ট করা হয়েছে। অন্যদিকে, ১ জানুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত মহারাষ্ট্রে H3N2-এর ১১৯টি এবং H1N1-এর ৩২৪ টি কেস রিপোর্ট করা হয়েছে।

আরও পড়ুন: Central Team Murshidabad | বেলডাঙায় কেন্দ্রীয় প্রতিনিধি দল, খতিয়ে দেখবেন ১০০ দিনের প্রকল্পের কাজ

মহারাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের মতে H1N1 সংক্রমণে তিনজনের মৃত্যুর খবর মিলেছে যেখানে ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের কারণে একজনের মৃত্যু হয়েছে। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) অনুসারে H3N2 হল একটি অ-মানব ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। যা সাধারণত শূকরের মধ্যে সঞ্চালিত হয়। কিন্তু এখন তা মানুষকেও সংক্রমিত করেছে। এই ভাইরাসের লক্ষণ গুলি হল জ্বর, শ্বাসকষ্ট এবং নাক দিয়ে জলপড়া। এছাড়াও বমি ভাব বা ডায়েরিয়া অন্তর্ভুক্ত হতে পারে।

সম্প্রতি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সঙ্গে লড়াই করতে এবং রাজ্য বাসিকে সতর্ক করতে একটি রাজ্য স্বাস্থ্য দফতর থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে এই ভাইরাস বোঝার উপায় এবং তার থেকে প্রতিকার কীভাবে মিলবে তা উল্লেখ রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক স্বাস্থ্য দফরের সেই নির্দেশিকা।

কীভাবে বুঝবেন আপনার শিশু অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনে ভুগছে?

১) এই রোগে আক্রান্ত হলে শিশুদের শরীরের পাশাপাশি বড়দের শরীরেও ৩ এর বেশি জ্বর থাকবে
২)নাক দিয়ে জল পড়া, গলা ব্যথা বা কাশি
৩)শিশুদের মধ্যে ঝিমোনো ভাব
৪) কোনও কোনও ক্ষেত্রে আবার বাচ্চাদের বমি ও পাতলা পায়খানাও
৫) দ্রুত শ্বাস নেওয়া বা শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট

 এই সব উপসর্গ থাকলেই অভিভাবকদের দ্রুত চিকিৎসকদের পরামর্শ নিতে বলা হয়েছে নির্দেশিকায়।

 এই রোগ হলে কী করতে হবে,জেনে নিন;

১) বেশি পরিমাণে জল ও তরল খাবার খাওয়াতে হবে
২) পাতলা পায়খানা হলে O.R.S. খাওয়াতে হবে
৩) জ্বরের জন্য প্রয়োজনে প্যারাসিটামল দিতে হবে। ১০-১৫ মিলিগ্রাম ডোজ সর্বাধিক দিনে পাঁচবার চার ঘণ্টার ব্যবধানে খাওয়াতে হবে
৪) ওষুধে জ্বর না কমলে জল দিয়ে বারবার গা মোছাতে এবং মাথা ধোয়াতে হবে
৫) নাক বন্ধ হয়ে গেলে লবণ জলের ফোঁটা ব্যবহার করা যেতে পারে

 সর্তর্কতামূলক ব্যবস্থা:

১) ভিড় থেকে শিশুকে দূরে রাখুন
২) মাস্ক ব্যবহার করুন
৩) হাঁচি, কাশির সময় রুমাল ব্যবহার করুন
৪) শিশু কোনও ভাবে অসুস্থ হলে স্কুলে পাঠাবেন না
৫) বারবার হালকা গরম পানীয় খাওয়ান

এছাড়াও, প্রয়োজন হলে টেলিমেডিসিনে চিকিৎসকের পরামর্শ নিন। নম্বরটি হল: ১৮০০-৩১৩-৪৪৪-২২২।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments