Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsI&B Ministry blocks YouTube channels: বিকৃত তথ্য সম্প্রচার, ২২ ইউটিউব চ্যানেল ব্লক...

I&B Ministry blocks YouTube channels: বিকৃত তথ্য সম্প্রচার, ২২ ইউটিউব চ্যানেল ব্লক কেন্দ্রের

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্ক নিয়ে বিকৃত তথ্য দেওয়ার অভিযোগে ২২টি ইউটিউব চ্যানেল ব্লক করল (I&B Ministry blocks YouTube channels) কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক মঙ্গলবার জানায়, ওই ২২টির মধ্যে ১৮টি ভারতীয় এবং চারটি পাকিস্তানকেন্দ্রিক (Pakistan-based YouTube news channels) চ্যানেল রয়েছে। এছাড়াও তিনটি টুইটার অ্যাকাউন্ট, একটি ফেসবুক অ্যাকাউন্ট এবং একটি নিউজ ওয়েবসাইটও ব্লক করা হয়েছে।

এই বছরের শুরুতেই ৩৫টি ইউটিউব চ্যানেল এবং দুটি ওয়েবসাইট ব্লক করেছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ডিজিটাল মিডিয়ার মাধ্যমে তারা ভারতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছিল বলে অভিযোগ। তারপর আবার এপ্রিল মাসেই ২২টি ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত সরকার। অভিযোগ, ওই ইউটিউব চ্যানেলগুলি বিভিন্ন টেলিভিশন চ্যানেলের লোগো ব্যবহার করছে। শুধু তাই নয়, তারা দর্শকদের বিভ্রান্ত করতে ভুলভাল থাম্বনেল ব্যবহার করে। বিকৃত তথ্য দেওয়ার অভিযোগেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

এর আগে কেন্দ্রীয় সরকার (I&B Ministry) জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগ এনে দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছিল। ওই চ্যানেল সংস্থা কেরালা হাইকোর্টের দ্বারস্থ হয়। তারা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকেই সমর্থন করে। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় সংস্থাটি। সুপ্রিম কোর্ট কেরালা হাইকোর্টের রায়কে খারিজ করে দিয়ে অবিলম্বে চ্যানেলটি চালু করার নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল, সরকার এভাবে সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না।

আরও পড়ুন: Madhu ka Panchwa Baccha: আধারে নাম ‘মধু কা পাঁচওয়া বাচ্চা’, স্কুলে ভরতি হতে পারল না উত্তরপ্রদেশের আরতি

ওই চ্যানেলটি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রচুর সংবাদ পরিবেশন করে। সংস্থার অভিযোগ, সেই কারণেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয় কেন্দ্র জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অজুহাত দেখিয়ে। সংস্থার দাবি, তারা কখনওই জাতীয় নিরাপত্তার পরিপন্থী কোনও কাজ করেনি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments