Placeholder canvas

Placeholder canvas
HomeScrollIPL-2: সুর বদল, খেলবেন ইংল্যান্ড ক্রিকেটাররা

IPL-2: সুর বদল, খেলবেন ইংল্যান্ড ক্রিকেটাররা

Follow Us :

ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চলতে সকলে মুখিয়ে। আবার তার প্রমাণ মিললো। এবার সেই রাস্তায় হাঁটলো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আই পি এল পার্ট টু শুরু হবে ১৯ সেপ্টেম্বর। এতদিন ধরে শোনা যাচ্ছিল, ইংল্যান্ড ক্রিকেটারদের ছাড়বে না। কারণ দেশের হয়ে ক্রিকেটাররা ব্যস্ত থাকবে নানান সিরিজ খেলতে। এমনই সিরিজ ছিল ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের। আই পি এলের এমন মায়া আর মোহ, বাতিলই হয়ে গেলো এই সিরিজ।

সোমবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়ে দিল, ক্রিকেটারদের আইপিএলের দ্বিতীয় পর্বে খেলতে কোনও বাধা নেই। সেপ্টেম্বর – অক্টোবরে আরব আমির শাহিতে নিজ নিজ দলের হয়ে খেলতে পারবে। এই সময়, বাংলাদেশে সাদা বলের সফর ছিল ইংল্যান্ডের। কিন্তু আপাতত তা দেড় বছরের জন্য মুলতুবি। মাঝে সময় বুঝে দুই দেশের বোর্ড ব্যবস্থা করে নেবে।

আরও পড়ুন – ভারতের তত্বাবধানে টি টোয়েন্টি বিশ্বকাপও মরু শহরে

ইংল্যান্ড বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল ক্রিকেটার আইপিএলে বিভিন্ন দলে আছেন – তারা সেই সব দলের হয়ে খেলতে পারেন। অন্যথায়, বিশ্রাম নিতে পারেন ক্রিকেটাররা। সকলকে টি টোয়েন্টি বিশ্বকাপের আর অ্যাসেজ সিরিজের জন্য তরতাজা থাকতে বলা হয়েছে।

আইপিএলের এবারের টুর্নামেন্টটি মাঝপথে বন্ধ করতে বাধ্য হয় বিসিসিআই। কিন্তু ২ মে দিল্লিতে পঞ্জাব কিংস আর দিল্লি ক্যাপিটালসের খেলা ছিল। তারপরই টুর্নামেন্টটি থামিয়ে দেওয়া হয়। এই আই পি এল শেষ করতে না পারলে হাজার কোটি টাকা ক্ষতি হয়ে যাবে ভারতীয় বোর্ডের। তাই টুর্নামেন্টের বাকি ম্যাচ নিয়ে যাওয়া হয়েছে আরব আমির শাহিতে। টুর্নামেন্ট ১৫ অক্টোবর শেষ হলেই ওখানে শুরু হয়ে যাবে আই সি সি টি টোয়েন্টি বিশ্বকাপ।

আরও পড়ুন – বিসিসিআই : করোনা কালেই আয় ৩ হাজার কোটি!
কয়েকদিন আগে, ইংল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর অ্যাসলে জাইলস বলে দিয়েছিলেন- আই পি এল পার্ট টু-র জন্য ক্রিকেটারদের ছাড়া হবে না। এখন উল্টো সুর শোনা যাচ্ছে। বরঞ্চ আইপিএল পার্ট টু এখন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ড্রেস রিহার্সাল হয়ে যেতে পারে। আরব আমির শাহি আর ওমানেতে এই আইসিসি টুর্নামেন্ট চলবে ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর।

ইংল্যান্ড বোর্ডের এই ঘোষণায় স্বস্তিতে একাধিক দল। কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক ইয়ন মর্গানকে নিয়ে সংশয় কাটলো। চেন্নাই সুপার কিংসের হয়ে পাওয়া যাবে সাম কুরান আর মঈন আলিকে। রাজস্থান রয়্যালস বেন স্টোকস, জোস বাটলার, লিয়াম লিভিংস্টোন আর জফ্রা আচারের ব্যাপারে কিছুটা নিশ্চিত হল। সানরাইজার্স হায়দরাবাদ পেতে পারে জাসন রয় ও জনি বেয়ারস্টোকে। আবার পঞ্জাব কিংস পেয়ে যাবে ডেভিড মালান আর ক্রিস জর্ডানকে।

এখনও পর্যন্ত ১৪ অক্টোবর আর ১৫ অক্টোবর – দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান যাওয়ার কথা ইংল্যান্ড দলের। জানা যাচ্ছে, এটাও নির্ভর করছে পাকিস্তান আর আরব আমির শাহির কোভিড নিয়মে কোয়ারেন্টিনের থাকার সময়সীমার উপর।

ছবি: সৌ – টুইটার।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments