Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাIndia vs Australia: ধর্মশালা থেকে সরতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট

India vs Australia: ধর্মশালা থেকে সরতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট

Follow Us :

ধর্মশালা: জল্পনার অবসান। ধর্মশালা থেকে সরে যেতে চলেছে ভারত (India) বনাম অস্ট্রেলিয়া (Australia) তৃতীয় টেস্ট। দিল্লিতে দ্বিতীয় টেস্টের পর ১ মার্চ থেকে ধর্মশালায় তৃতীয় টেস্ট শুরুর কথা ছিল। কিন্তু সূত্রের খবর, কম সময়ে মাঠ তৈরি হবে না বলেই ধর্মশালা থেকে সরতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। ধর্মশালার পরিবর্তে কোথায় ম্যাচ হবে সেটা এখনও ঠিক হয়নি।  তবে জানা যাচ্ছে, ইন্দোর বা রাজকোটে হতে পারে তৃতীয় টেস্ট।

চারদিকে নৈসর্গিক দৃশ্যে ঠাসা ধর্মশালা স্টেডিয়াম নতুনভাবে সাজানো হচ্ছে।  সাধারণত পিচ এবং আউটফিল্ড নতুন করে সাজানো হলে, একটি ম্যাচ খেলিয়ে সেটি পরীক্ষা করে নেওয়া হয়। কিন্তু সেই সুযোগ এ বার পাওয়া যায়নি। রঞ্জি ট্রফিতে এবার কোনও ম্যাচই ধর্মশালায় খেলেনি হিমাচল প্রদেশ। সব ম্যাচই হয়েছে নাদাউনে। ফলে সম্পূর্ণ নতুন পিচে খেলতে হত ভারত-অস্ট্রেলিয়াকে। সেটা বোর্ড বা ক্রিকেটাররা চান না। কারণ তাতে ঝুঁকি থাকতে পারে।

আরও পড়ুন: #WT20WC: আজ পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত

রবিবার ভারতীয় বোর্ডের একটি দল ধর্মশালার মাঠ পরিদর্শনে যায়। সব খতিয়ে দেখার পরেই ধর্মশালার মাঠ থেকে টেস্ট আপাতত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে। এর আগে পিচ প্রস্তুতকারক বলেছিলেন সময়ের মধ্যেই পিচ তৈরি হয়ে যাবে। কিন্তু কার্যক্ষেত্রে সেটা আর হল কোথায়!

RELATED ARTICLES

Most Popular

Recent Comments