HomeInstagram | Threads | Twitter | টুইটারকে টেক্কা দিতে ফের নতুন অ্যাপ...
Array

Instagram | Threads | Twitter | টুইটারকে টেক্কা দিতে ফের নতুন অ্যাপ আনলো ইনস্টাগ্রাম

Follow Us :

টুইটারকে (Twitter) টেক্কা দিতে মেটা আনলো থ্রেডস (Threads)। কয়েকদিয়ান আগেই টুইটারের বিকল্প অ্যাপি আনার ঘোষণা করেছিল মেটা (Meta)। এরপর বৃহস্পতিবার ৫ জুলাই লঞ্চ করার পর এরই মধ্যে থ্রেডসে ব্যবহারকারীর সংখ্যা পৌঁছেছে ১ কোটিতে। সেটাও মাত্র ৭ ঘণ্টায়। দ্রুত গতিতে ব্যবহারকারী বাড়ছে এই অ্যাপের।টুইটারের নানান পরিবর্তন এবং ইলন মাস্কের (Elon Mask) কঠোরতা গ্রাহকদের থ্রেডসমুখী করছে বলেই ধারণা প্রযুক্তি বিশেষজ্ঞদের। নতুন অ্যাপের এই গতি দেখে থ্রেডসে দ্রুত সাইন আপ শুরু করেছেন নেটিজেনরা।

‘থ্রেডস’ আসলে ইনস্টাগ্রামের ‘টেক্সট বেসড কনভারসেশন অ্যাপ’।এই অ্যাপ আত্মপ্রকাশের দিনেই ব্যবহারকারীদের মধ্যে দ্বিমত তৈরী হয়েছে। অনেকেই টুইটার ছেড়ে মেটার নতুন অ্যাপসে যাওয়ার কথা ভাবছেন। সেক্ষেত্রে ইনস্টাগ্রামের লিংক গুলি থ্রেডসকে ব্যবহারকারীদের অনেকটাই সাহায্য করবে। একই ‘ইউজার নেম’ দিয়ে এই ফটো শেয়ারিং প্লাটফর্ম থেকেই থ্রেডের পোস্ট দেখা যাবে।

আরও পড়ুন: Congress on Rahul Gandhi | রাহুলের পাশে কংগ্রেস, দাদার হয়ে মোদিকে কী বললেন বোন প্রিয়াঙ্কা?

‘থ্রেডস’র মাধ্যমে টেক্সট, চ্যাট, ফটো আপলোড ছাড়াও লিঙ্ক পোস্ট ও ভিডিও আপলোড করতে পারবেন ব্যবহারকারীরা। অ্যাপটিকে যোগাযোগের জন্য সেভাবেই প্রস্তুত করা হয়েছে। এই অ্যাপটি ফ্রিতে ব্যবহার করা যাবে। পোস্ট দেখার কোনো সীমাবদ্ধতা থাকবে না।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments